Cheap price backlink from grathor: info@grathor.com

আকাশ নিয়ে ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।আকাশ তার বিশালতা এবং তার মহিমা দয়ে মুগ্ধ করে রেখেছে আমাদের। তাই আকাশ সকলের নিকট প্রিয়। আকাশ নিয়ে ক্যাপশন –

Marketing

আকাশ আমাদের বাচতে শিখায় আমাদের মনে সাহস জোগায়। বিশাল এই পৃথিবীতে হারিয়ে যেতে শিখায়।আকাশ আমাদের মনে এক অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাই সকলে আকাশের মতো বিশালতার অধিকারি হতে চায়। আকাশের অপার রুপ মুগ্ধ করে রেখেছে আমাদের সবাইকে। তাই আকাশ নিয়ে সকলের আগ্রহ কিংবা কৌতুহলের অভাব নেই।আকাশ নিয়ে প্রচলিত রয়েছে অনেক উক্তি।নিচে আকাশ নিয়ে প্রচলিত কিছু উক্তি তুলে ধরা হলো আপনাদের সামনে।আশা করি আপনাদের ভালো লাগবে।

ক্যাপশন:
১.আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়,
শুধুমাত্র তারাগুলোকে দেখাতে।
২.আকাশ সীমাবদ্ধতা নয়, এটি কেবল একটি দৃশ্য।
৩.নীল আকাশ বলে উদার হও
সাদা মেঘ বলে ভেসে বেড়াও
মনের কালিমা সব মুছে ফেল
নিঃস্বার্থ হয়ে সেবা করো।

৪.আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে।
৫.নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে
মন যে আমার নেচে ওঠে হৃদয়বীণায় সেতার বাজে।
৬.আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনার রং ধরে,
আমার জীবনে কেন বারেবারে
তোমাকেই মনে পড়ে ।
৭.আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ
ঐ যায় ভেসে।

৮.আকাশের মতই অসীম
সাগরের মতই গভীর
হৃদয় তোমার রাঙিয়ে দিলাম
দিয়ে প্রেমের আবির।
৯.মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।

১০.আজি যত তারা তব আকাশে
তবে মোর প্রাণ ভরি প্রকাশে।
ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সাথে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

9 Comments

Leave a Reply