অনেকেই বলে আউটসোর্সিং এ অনেক টাকা পাওয়া যায় এবং নির্দ্বিধায় টাকা ইনকাম করা যায়। আবার অনেকে বলে আউটসোর্সিং হলো সময় নষ্ট ছাড়া আর কিছু নয় বা অনেক ঝুঁকিপূর্ণ কাজ। কথাগুলোর মধ্যে যে একদম যুক্তি নাই সেটা বলবো না। কিন্তু আসল কথা হলো যারা এই ধরণের কথা যারা বলে তারা হয় পুরা পুরি ভাবে বা বিস্তারিত বলে না কিংবা না জেনে কথাগুলো বলে। অবশ্যই ইনকাম করা যায় এবং ভালো টাকা ইনকাম করা যায়। কিন্তু আসল কথা হলো পারদর্শিতা। অনেক এ মনে করে ঘরে বসে ইনকাম মানে খুব সহজেই অনায়েসে টাকা ইনকাম করা যায়। কিন্তু কথাটা পুরাপুরি মিথ্যা। কোনো একটা কাজে পারদর্শী না হয়ে কাজ করা মানে হলো সবচেয়ে বড় বোকামি। আর এই বোকামির মাশুল দিয়েই সবাই বলে অনলাইন ইনকাম হয় না। আরেকটি বড় ব্যাপার হলো অনলাইন কোন কাজটি আপনি বেশি পারেন সেটা বিবেচনা করা। সেটার উপর কাজ করলে আসল ফল পাওয়া যাবে। সাথে সাথে সেই কাজের উপর আরো দক্ষতা বাড়ালে বেশি পরিমানে টাকা ইনকাম করার পথ খুলে যাবে। কাজেই আমি যেটা বিশ্বাস করি সেটা হলো আগে জানুন বুঝুন এখন আপনারা আউটসোর্সিং এর সাথে সম্পর্কিত কোন কাজটি করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন সেটা খুঁজে বের করে বুঝে তারপর এই পেশা বেঁচে নেয়া উচিত বলে আমি মনে করি।
Related Posts
In recent years, cryptocurrency has taken the world by storm. With Bitcoin leading the way, many people are interested in…
Cryptocurrency mining has become a buzzword in the financial world, attracting both seasoned investors and curious newcomers. If you’ve ever…
Hypixel Skyblock is one of the most popular mini-games on the Hypixel server, combining the thrill of adventure with unique…
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি জগতে বড় ধরনের পরিবর্তন এসেছে, এবং এর সঙ্গে উঠে এসেছে অনেক নতুন নতুন ডিজিটাল মুদ্রা। MemeFi Coin…
অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং তথা তেমন কোনো কাজ পারেন না। অনেকের হয়তো কম্পিউটার নেই বলে আর্নিং করতে চেয়েও করতে পারছেন…
3 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Nice
Ok
খুবই সংক্ষিপ্ত লেখা।