অস্কার ২০২০ঃ এ বছর অস্কার ছিনিয়ে নিলো যারা

অস্কার ২০২০

অস্কার পুরষ্কার মানেই টানটান উত্তেজনা। সেরা ছবি কোনটি হতে চলেছে, সেরা অভিনেতা-অভিনেত্রী কে হবেন, কে সেরা পরিচালক হবেন এসব কিছু যেন দৃষ্টিকে আটকে রাখে অস্কারের সোনালী পর্দায়৷

প্রতিবছরের মত এবারও অনুষ্ঠিত হলো অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস। যেটিকে সংখ্যাগুরু মানুষ অস্কার পুরষ্কার হিসেবেও চেনে। ৯ই ফেব্রুয়ারী রাত আটটায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এর ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯২তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় ১০ই ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে সরাসরি সম্প্রচার করা হয়। সেরা ছবি,সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা অ্যানিমেশন, সেরা পরিচালক, সেরা প্রামাণ্যচিত্রসহ মোট ২৪ টি বিভাগে পুরষ্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বাংলাদেশের হাজারো দর্শক সকাল ৭ টায় সরাসরি স্টার মুভিজ এবং স্টার মুভিজ এইচডিতে দেখতে পেয়েছিলেন অনুষ্ঠানটি।

২০১৯ সনকে বলা যায় সিনেমার সন। একের পর এক অসাধারণ ছবির আগমনে মুখরিত ছিলো পুরো বছর৷ ১৯১৭,ফোর্ড ভিএস ফেরারি,ম্যারিজ স্টোরি, জোকার এর মতো অনন্যসুলভ ছবিগুলো রিলিজ পেয়েছে ২০১৯-এ। তাই নিঃসংশয়ে বলা যায় এবারের অস্কার বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রহর পের করেছে।

শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র ছোট বিষয়বস্তুঃ লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ার‍যোন

শ্রেষ্ঠ শব্দ সম্পাদনাঃ ডোনাল্ড সিলভেস্টার (ফোর্ড ভিএস ফেরারি)

শ্রেষ্ঠ রুপসজ্জা ও চুলবিন্যাসের জন্য একাডেমি পুরষ্কারঃ
১। কাযুহিরো সুজি(বোম্বশেল)
২। অ্যানে মরগান (বোম্বশেল)
৩।ভিভিয়ান বেকার (বোম্বশেল)

শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনাঃ
১।এন্ড্রু বাকল্যান্ড (ফোর্ড ভিএস ফেরারি)
২।মাইকেল ম্যাককেস্কার

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-লাইভ অ্যাকশনঃ দ্যা নেইবারস উইন্ডো

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রঃ হেয়ার লাভ

শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনঃ
১।ন্যানসি হাই ( ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)
২।বারবারা লিং(ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)

শ্রেষ্ঠ কস্টিউম ডিজাইনঃ জ্যাকুলিন ডুরান( লিটল উম্যান)

শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্টসঃ ১৯১৭(গিলিয়াম রোচারন, ডমিনিক তুহি, গ্রেগ বাটলার)

শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিংঃ
১। স্টুয়ার্ট উইলসন( ১৯১৭)
২। মার্ক টেইলর(১৯১৭)

শ্রেষ্ঠ চিত্রগ্রহণঃ রোজার ডিকিন্স(১৯১৭)

শ্রেষ্ঠ মৌলিক গানঃ (আইএম গনা) লাভ মি এগেইন(এলটন জন,বার্নি টাউপিন)

শ্রেষ্ঠ লেখনী অভিযোজিত চিত্রনাট্যঃ তাইকা ওয়েইটিটি(জোজো রেবিট)

শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রঃ আমেরিকান ফিচার(জুলিয়া রিচার্ট, স্টিভেন বগনার, জেফ রিচার্ট)

 

শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যঃ
১।হান জিন-ওন(প্যারাসাইট)
২।বোং জোন হো(প্যারাসাইট)

শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্রঃ প্যারাসাইট

শ্রেষ্ঠ অ্যানিমেশন চলচ্চিত্রঃ টয় স্টোরি ৪

শ্রেষ্ঠ মূল সঙ্গিত স্কোরঃ জোকার

শ্রেষ্ঠ পরিচালনাঃ বং জোন-হো (প্যারাসাইট)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীঃ লরা ডার্ন (ম্যারিজ স্টোরি)

শ্রেষ্ঠ অভিনেত্রীঃ রানে জেলওয়েগার (জুডি)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাঃ ব্র‍্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)

শ্রেষ্ঠ অভিনেতাঃ হোয়াকিন ফিনিক্স (জোকার)

 


এবার শ্রেষ্ঠ চলচ্চিত্রের তালিকায় ফোর্ড ভিএস ফেরারি, দ্যা আইরিশম্যান, জোজো র‍্যাবিট, জোকার, লিটল উইম্যান, ম্যারিজ স্টোরি এবং ১৯১৭ এর মতো ছবিগুলো জ্বলান্তবস্থায় লড়ছিলো। কিন্তু এতসব বিস্ময়কর ছবি পেছনে ফেলে এ বছরের অস্কার ছিনিয়ে নিয়েছে প্যারাসাইট। ছবিটি পরিচালনা করেছেন বং জোন-হো।

Related Posts

10 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.