” অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন আশরাফুল “

আশরাফুল ছিলেন জাতীয় দলের একজন ভালো ক্রিকেটার। তিনি নিজে এগিয়ে নিতে যতেষ্ট পরিশ্রম করেছে। তাই তিনি অনেক  চেষ্টার পর    অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন, সোমবার তার ওপর থাকা ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হলো।

এই বিশেষ মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের ঝড়-ঝাপটার দিনের তারকা আশরাফুল স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলে ফেরার। শুধু তাই নয়, তার স্বপ্ন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলার। ‘লিটল মাস্টার’এর মতে, ঘরোয়া ক্রিকেট আর আগামী বিপিএলে নিজের যোগ্যতা দেখিয়ে তিনি বিশ্বকাপ দলে সুযোগ করে নেবেন।

তার ভাষায়, ‘বিশ্বকাপের আরও ১১ মাস বাকী। আগামী ঘরোয়া মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে যদি ভালো খেলি, জানুয়ারিতে বিপিএলে ভালো খেলি; তাহলে সুযোগ কেন পাব না? আমি মূলত ফিটনেসের প্রতি নজর দিচ্ছি দুইটা বছর ধরে। গত দুই মাসে ৮ থেকে ৯ কেজি ওজন কমিয়েছি।’

আশরাফুল যে সুযোগ পেতে পারেন সেটা স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খান। তিনি বলেছেন, ‘শুধু আশরাফুল কেন? এখানে সবার সমান সুযোগ রয়েছে। এখানে ঘরোয়া ক্রিকেট আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে অবশ্যই সুযোগ পাবে আশরাফুল।’

তবে খুব শীঘ্রই যে জাতীয় দলের আশেপাশে ভিড়তে পারবেন না অ্যাশ, তা একপ্রকার নিশ্চিত করে দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে যদি বলতে হয়, তাহলে বলব এই মুহূর্তে দলে কোনো জায়গা নেই। ওর ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের জন্য ঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। সাসপেসশন যাওয়ার পর সব ফরম্যাটে খেলুক, তারপর এক বছর যাওয়ার পর বুঝতে পারব তার ফিটনেস কোন লেভেলে আছে।’

সুতরাং প্রধান নির্বাচকের কথায় পরিস্কার যে, মোটামুটি এক বছরের আগে আশরাফুলের জাতীয় দলের জন্য বিবেচনায় না আসার সম্ভাবনাই প্রকট। তখন অ্যাশের বয়স হবে ৩৫। সেটা অবশ্য কোনো বড় ব্যাপার নয়। ফিটনেস ধরে রাখাটাই আসল। মিসবাহ-ইউনিসরা তো ৩৯- ৪২ বছর পর্যন্ত দলকে সার্ভিস দিয়ে গেছেন। নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী করে সাজাতে পারলে অ্যাশও হয়তো সেটা পারবেন।

আশরাফুলের জন্য জাতীয় দলে প্রবেশ হবে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’। ‘লিটল মাস্টার’ পারবেন নিজেকে প্রমাণ করতে?সেই জন্য তিনি নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছে। তিনি আশাবাদী যে তাকে নেওয়া হবে জাতীয় দলে।

Related Posts

5 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.