অতিরিক্ত মাস্ক ব্যাবহারে ত্বকের সমস্যা থেকে বাচুন

দীর্ঘসময় ধরে মাস্ক ব্যবহার করার ফলে ত্বকে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে ?? তাহলে নিচের টিপস গুলো ফলো করুনঃ

বর্তমানের মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস তাই
করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা খুবই জরুরি। কিন্তু, এই ভরপুর গরমে সারাটা দিন মাস্ক পরার ফলে মুখে ব্রণ এবং পিম্পল দেখা দিচ্ছে। অতিরিক্ত মাস্ক ব্যবহারের ফলে ত্বকে জ্বালা, ত্বক লাল হয়ে যাওয়া বা র‍্যাশ বেরোতে পারে, আবার অনেকের শ্বাসকষ্টের সমস্যাও হয়। কিন্তু উপায় নেই। এই মহামারী থেকে বাঁচতে মাস্ক তো পরতেই হবে, তবে সেই সঙ্গে জেনে রাখতে হবে কিছু কৌশল যাতে ত্বকটাও বাঁচে।
আপনিও যদি মাস্ক ব্যবহারের ফলে ত্বকে জ্বালা, ব্রণ, পিম্পল ও র‍্যাশের সমস্যায় ভুগছেন, তবে তা থেকে বাঁচতে এই পদ্ধতিগুলি ব্যবহার করে দেখুন।

কিন্তু মাস্ক পরার ফলে কেন ত্বকে সমস্যা দেখা দেয়?

১.সঠিকভাবে মাস্ক পরলে তা নাক-মুখের উপর চেপে বসায় বাতাস প্রবেশের জায়গা না। ফলে, মুখের ওই অংশের তাপমাত্রা ও আর্দ্রতা খুব বেড়ে যায় এবং কিছুক্ষণ পর থেকেই সেই জায়গায় গরম আর ভেজা ভেজা লাগতে শুরু করে। গরম আর ঘাম একসঙ্গে ত্বকে বিক্রিয়া করে, যার ফলে ব্রণ, ত্বকের রঙে তফাৎ এবং ট্রমা লাইনের মতো সমস্যা দেখা দেয়। তাই, এসব থেকে বাঁচার জন্য ত্বকের যত্ন নেওয়া উচিত।
২.নো মেকআপ: মেয়েরা সাধারণত বাইরে বেরোনোর আগে অল্পবিস্তর মেকআপ করতে পছন্দ করে। তবে, মাস্ক পরার পাশাপাশি অতিরিক্ত মেকআপ করলে তা ত্বকের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। মেকআপ আর মাস্ক একসঙ্গে ব্যবহারের কারণে ত্বক স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না, যার কারণে ত্বকে ব্রণ, পিম্পল হওয়ার ভয় থাকে। তাই কিছু টিপস দিচ্ছি ব্রণ থেকে বাঁচার জন্য যেমন –
১. ব্রণ থেকে মুক্তি পেতে ব্যবহার করুন পান পাতা। ২.ময়েশ্চারাইজার মাস্ক পরার আগে মুখে হালকা করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ৩.মুখে ফাউন্ডেশন প্রয়োগ না করে, তার পরিবর্তে হালকা ময়েশ্চারাইজার লাগান।

ময়েশ্চারাইজার মুখে তেল আসতে বাধা দেয়। এছাড়াও, মুখে মাস্ক ব্যবহারের কারণে হওয়া চুলকানি রোধ করে। ময়েশ্চারাইজার লাগালে মুখ আর্দ্র থাকে।
৪.বাইরে থেকে ফিরেও মুখ অয়েল-ফ্রি ফেসওয়াশ দিয়ে ধুয়ে হালকা ময়শ্চারাইজার লাগাতে পারেন।
৫. সানস্ক্রীন গ্রীষ্মে ত্বকের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ত্বককে সূর্যের প্রখর তাপ থেকে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। তাই, মাস্ক পরার আগে আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।

৬.যে সানস্ক্রিনে ফাউন্ডেশন নেই সেটি ব্যবহার করুন, যা ঘাম এবং তেল নিয়ন্ত্রণ করতে পারে।

৭.পেট্রোলিয়াম জেলি পিম্পল এবং ব্রণ থেকে মুক্তি পেতে, মাস্ক খোলার পরে ভালভাবে মুখ পরিষ্কার করুন। মুখ ধুয়ে পেট্রোলিয়াম জেলি মুখে লাগান।
পেট্রোলিয়াম জেলি লাগালে মুখে লাল দাগ এবং র‍্যাশ কম হবে।
এবার আসি মাস্ক নিয়ে তাই মাস্ক পরিষ্কার করুন আপনি যদি ঘরে তৈরি কাপড় জাতীয় মাস্ক ব্যবহার করছেন, তবে মাস্ক পরার পরে তা ভালো করে ধুয়ে নিন তাহল মাস্কে লেগে থাকা ধুলো এবং ঘাম পরিষ্কার হয়ে যাবে।
আপনি যদি না ধোওয়া মাস্ক বারবার ব্যবহার করেন তবে, আপনার ত্বকের সমস্যা এবং করোনার ঝুঁকি বাড়তে পারে। সাবান দিয়ে রোজ মাস্ক পরিষ্কার করুন।
আশা করছি উপরের কথাগুলো গুলো ফলো করবেন আর নিরাপদ থাকবেন । প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না 🙏।
ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
ধন্যবাদ।

Related Posts

15 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.