অজুহাত
সেদিন আমার কি দোষ ছিল বলতে পারো?
তোমায় নিয়ে কিছু স্বপ্ন দেখেছিলাম,
কিছু কথা সাজিয়েছিলাম তোমায় বলবো বলে।
তোমায় ভালোবেসেছিলাম,
এই ছিল আমার অপরাধ?
খুব বেশি কিছুতো চাইনি আমি !
চেয়েছিলাম কিছু স্মৃতি বানাতে
কিছুটা সময়কে আমাদের নাম দিতে।
আমাদের গল্পের কিছু পাতা রঙিন করতে চেয়েছিলাম শুধু ,
এটুকুই কি তোমার জন্য এত বেশি ছিল?
কে জানে তুমি ছেড়ে যাওয়ার
অজুহাত খুঁজছিলে কিনা!
লেখকঃ Swarna Paul
সুন্দর
Wow just really amazing
অসাধারন লেগেছে
চমৎকার
অজুহাত..অসাধারন লেগেছে
nc
Thanks for sharing…
দারুণ কবিতা
good post
😔😔😔😔😔
❤️