Cheap price backlink from grathor: info@grathor.com

অজুহাত (প্রেমের কবিতা)

অজুহাত

সেদিন আমার কি দোষ ছিল বলতে পারো?
তোমায় নিয়ে কিছু স্বপ্ন দেখেছিলাম,
কিছু কথা সাজিয়েছিলাম তোমায় বলবো বলে।
তোমায় ভালোবেসেছিলাম,
এই ছিল আমার অপরাধ?

Marketing

খুব বেশি কিছুতো চাইনি আমি !
চেয়েছিলাম কিছু স্মৃতি বানাতে
কিছুটা সময়কে আমাদের নাম দিতে।
আমাদের গল্পের কিছু পাতা রঙিন করতে চেয়েছিলাম শুধু ,
এটুকুই কি তোমার জন্য এত বেশি ছিল?
কে জানে তুমি ছেড়ে যাওয়ার
অজুহাত খুঁজছিলে কিনা!

লেখকঃ Swarna Paul

Related Posts

11 Comments

Leave a Reply