হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন।
বন্ধুরা আজকে আমি আপনাদের বলব যে কিভাবে আপনারা এক মিনিটে বা 2-3 মিনিটের মধ্যেই আপনারা ৫০০+ word লিখে ফেলতে পারবেন খুব সহজভাবেই এবং বাংলা লিখতে পারবেন ইংলিশ লিখতে পারবেন আপনাদের যেটা ইচ্ছা করতে পারবেন তার জন্য আপনাদের পুরো পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই পড়তে হবে তো বন্ধুরা এটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে যে অ্যাপ্লিকেশন প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন সেটা হচ্ছে google translate একটি অ্যাপ্লিকেশন বুঝতেই পারছেন google company এর অ্যাপ্লিকেশন গুগল ট্রান্সলেটর সার্চ করবেন প্লে স্টোরে পেয়ে যাবেন। তো গুগল ট্রান্সলেট অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে সরাসরি ইন্সটল করে ফেলবেন ইন্সটল করে সরাসরি ওপেন করে ফেলবেন ওপেন করে নেওয়ার পর তারপর আপনাদের পারমিশন চাইবে পারমিশন গুলো আপনারা সাথে সাথে Allow করে দিবেন। তারপর আপনাদের একদম সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে তারপর আপনারা দেখতে পারবেন উপরে language দেওয়া আছে সেখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। যে ল্যাঙ্গুয়েজ আপনি বলতে চাচ্ছেন। তো আপনারা উপর থেকে সেটা সিলেক্ট করে দিবেন ধরুন আমি বাংলা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনার একটু নিচে দেখতে পারবেন ডান পাশে একটি voice🎙আইকন আছে সেখানে ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন আপনাদের recording শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে বলতে হবে আপনারা যা লিখেতে চাচ্ছেন। সেটা সুন্দরভাবে বলে দিবেন তাহলে সেটা সুন্দরভাবে লেখা হয়ে যাবে।
তারপর সেটা সাথে সাথে ইংলিশ হয়ে যাবে সেটাও কিন্তু আরেকটা সুবিধা তো আপনারা সেটা সেখান থেকে সুন্দরভাবে কপি করে নোটপ্যাডে চলে যাবেন তারপর আপনারা ইচ্ছামত যা খুশি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আর আপনাদের মাঝে আরেকটা কথা বলছি আরেকটি সমস্যা হচ্ছে যে আপনাদের একটানা কথা বলতে হবে মানে থেমে থেমে কথা বললে হবে না থেমে থেমে কথা বললে যেটুকু বলবেন সেটুকু হবে যদি থেমে থেমে বলেন। সরাসরি কথা বলতে হবে তো এটা একটু খারাপ হলেও তাও আপনারা তো খুব সহজেই ২-৩ মিনিটের মধ্যেই ৫০০+ word লিখে ফেলতে পারছেন তো বন্ধুরা আরেকটি কথা হচ্ছে সেটি হচ্ছে যে আপনাদের ডাটা কানেকশন কিন্তু অবশ্যই অন থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের যদি এই পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
তো বন্ধুরা আজকের পোস্ট এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুআলাইকুম।

Good post
Nice
Nice post.
Nc
nice
cool
nice post
অসাধারণ পোস্ট
বাহ বাহ কি লিখছো!!
valo post
Good
Gd
Tnq for suggesting
You right
Nice
Nice
good
Thanks all
ও আলাইকুমুস সালাম।
Ok
good
wonderful hand righting
Gd idea
Yeah, already do.
Nice pst
nice
Nice
Vlo
Nice
Wow
thanks
Valo
Nice
Thanks