রবি দিচ্ছে এখন স্পেশাল,স্পেশাল ওফার যা দেখলেই কিনতে মন চাই। এরকম একটা ওফার নিয়ে আমি এখন হাজির হলাম। আসুন জেনে নি ওফারটির সম্পর্কে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং অনন্য জাতির প্রতি আমার আন্তরিক থেকে ভালোবাসা রইলো তাদের জন্য। কেমন আছেন সবাই? আসা করি ভালো আছেন এবং ভালো থাকবেন দোয়া করি।
রবি দিচ্ছে ১.৫ জিবি ইন্টারনেট কিনলে,১.৫ জিবি ইন্টারনেট একদম ফ্রী। এই ওফারটি কিনতে হলে, অবশ্যই আপনার মোবাইলের রবি সিমে ৯৯ টাকা ব্যালেন্স থাকতে হবে।
১.৫ জিবির সাথে ১.৫ জিবি ফ্রী, ৯৯ টাকায় কিনতে ডায়াল করুন *৫০০০*৭৯৯# যার মেয়াদ থাকবে ৭ দিন। এই ওফারটি শুধু মাত্র কলার প্রিপেইড গ্রাহকরা নিতে পারবেন, শুধু একবার।
ওফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে এখুনি কিনে ফেলুন আর ফ্রী নিয়ে নিন ১.৫ জিবি ইন্টারনেট বোনাস।মোট ৩ জিবি ইন্টারনেট পাচ্ছেন।
আপনি যদি আগে এই ওফারটি চেক করে নেন তাহলে ভালো হয়। কারণ ছই ওফারটির এসএমএস আমি পেয়েছি কিন্তু আমি জানিনা যে সবাই এই ওফারটি পাবেন কিনা কিন্তু আপনি চাইলে, রবি অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ চ্যাটে সরাসরি কথা বলে সঠিক উত্তরটা জেনে নিতে পারবেন।
এছাড়া আপনি সহজেই মাই রবি অ্যাপে চেক করতে পারবেন আপনার সব স্পেশাল ওফার গুলো। এবং *৯৯৯# ডায়াল করে চেক করতে পারবেন ইন্টারনেট ওফার সম্পর্কে।
সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Ok
❤️
জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/
ok
gd