হোয়াটসএপ আইডি হ্যাক হবার উপায়সমূহ

বর্তমান সময়ে সোশাল মিডিয়ার ব্যবহার দিন দিন বেড়েই চলছে। সেই সাথে যুক্ত হচ্ছে নিত্যনতুন এপ।মানুষ তার দৈনন্দিন জীবনযাএা সহ সকল তথ্যাদি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি সুরক্ষিততো?কেউ আপনাকে সর্বদা অবলোকন করছে নাতো?আপনার ব্যক্তিগত নিরাপত্তা কতটা সুরক্ষিত!বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফেইসবুক,হোয়াটসএপ,টুইটার, ইনস্ট্রাগ্রাম সহ আরো অনেক মাধ্যম।কিন্তু প্রাইভেসির মান উন্নত হওয়ায় হোয়াটসএপকে কিছুটা এগিয়ে রাখা হয় অন্য সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে।

কিন্তু বর্তমানে তার প্রাইভেসির কারণে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে হোয়াটপএপ।এন্ড টু এন্ড এনক্রেপশনের কারণে অনেকে হোয়াটসএপ প্রাইভেসির উন্নত মনে করলেও বর্তমানে আলোচনায় এসেছে যে হ্যাক করা যায় আপনার হোয়াটসএপ একাউন্ট। তাই এখন সবচেয়ে বেশি নিরাপত্তায় সংকায় রয়েছে হোয়াটসএপ ব্যবহারকারীরা।
অনেকের মনে তাই প্রশ্ন আসতে পারে কিভাবে এবং কেন হ্যাক হতে পারে আপনার হোয়াটসএপ আইডি।

১.আপনার হোয়াটসএপ আইডির কিউয়ার(QR)স্কেন কোড যদি জেনে যায় তাহলে সে খুব সহজে ডেক্সটপের মাধ্যমে হ্যাক করতে পারবে আপনার হোয়াটসএপ আইডি।
২.সাধারণত হোয়াটসএপ আনলক থাকার কারণে যদি আপনার অবর্তমানে কেউ আপনার মোবাইল ফোন চুরি করে থাকে তাহলে হ্যাক হতে পারে আপনার হোয়াটসএপ আইডি।
৩.সিকিউরিটি কোড আনলক থাকার কারণে অনেক সময় হ্যাক হতে পারে আপনার হোয়াটসএপ আইডি।
৪.হোয়াইটএপ আইডির ম্যাসেজ পুরোপুরি ডিলিট করা যায় না।ডিলিট করলেও তা থেকে যায়। তাই আপনার আপনি মোবাইল ফোন ঠিক করার দোকানে দিলেও হ্যাক হতে পারে আপনার আইডি।
৫.কোন কিছু ডাউনলোড করার আগে নিশ্চিত হয়ে নিবেন যে কি ডাউনলোড করছেন।কারণ অনেক সময় এই সকল ম্যালওয়ার লিংকের মাধ্যমে হ্যাক করে নিতে পারে আপনার হোয়াটসএপ আইডি।
৬.তাছাড়া হোয়াটসএপ আইডি একটি থার্ড পার্টি এপ্লিকেশন।আর তাই নিরাপত্তা ঝুঁকিতে এই এপ রয়েছে সবচেয়ে বেশি।
৭. আপনার ফোনে কি কি এপ আছে তা যাচাই করে নিবেন। অনেক সময় নতুন কোন এপের মাধ্যমে হ্যাকাররা ওত পেতে থাকে আপনার প্রাইভেসি হ্যাক করার জন্য।
৮.কোন এপ্লিকেশন ডাউনলোড করার পূর্ব মুহূর্তে যাচাই করে নিবেন কি কি পারমিশন চাওয়া হচ্ছে।কারণ অনেক ক্ষেত্রে ক্যামেরা এর এপ্লিকেশন চাওয়া হয় আর গোপন ওয়েব কেম এর মাধ্যমে হ্যাকাররা ওত পাততে পারে আপনার আইডিতে।
তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝা হয়ে গেছে কিভাবে হ্যাক হতে পারে আপনার হোয়াটসএপ আইডি। তাই সময় থাকতে সচেতন হউন। আপনার সচেতনতাই পারে এই কবল থেকে বাচাতে।

Related Posts

31 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.