হয়ে যান দুর্লভ ঘটনার সাক্ষী !

হয়ে যান দুর্লভ ঘটনার সাক্ষী:
কেম আছেন আপনারা আশা করি সকলেই ভাল আছেন আজকে আপনাদেরকে এমন একটি তথ্য জানাবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিরল ঘটনা । তাই হয়ে যান এই ঘটনার একজন সাক্ষী।
ঘটনাটি হচ্ছে এই প্রথম একই মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হতে চলছে যা 2020 কে স্মরণীয় করে রাখবে বিজ্ঞানের ইতিহাসে
জ্যোতি বিজ্ঞানীদের মতে এই ঘটনা বিরল ঘটনা একটি মহাজাগতিক ঘটনা যা দেখা যাবে এই জুন মাসে। এবং প্রথমবারের মতো পৃথিবীবাসী একই মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দেখতে পাবেন। আগামী 5 জুন 2020 ইংরেজিতে দেখা যাবে চন্দ্রগ্রহণ এবং একুশে জুন 2020 এ দেখা যাবে সূর্য গ্রহণ। এছাড়া একই মাসে এক সাথে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

চন্দ্রগ্রহণ কি?
সহজ ভাষায় বলতে গেলে চন্দ্রগ্রহণ বলতে বোঝাই যে, পৃথিবীর যখন সূর্যকে কেন্দ্র করে নিজ কক্ষপথে ঘুরতে থাকে তখন এক সময় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। ফলে পৃথিবীর কোনো অঞ্চলে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।

সূর্যগ্রহণ কি?
আমরা সকলেই জানি যে পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ। আর এই চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো অঞ্চলে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়।
বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করে জেনেছেন যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এর চেয়ে অনেক বেশি হয়ে থাকে। প্রতি সাতটি গ্রহণের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের অনুপাত পাঁচ অনুপাত 2 অথবা 4 অনুপাতে 3 আকারে হয়ে থাকে।
এই মাসের 5 তারিখ চন্দ্রগ্রহণ এবং 21 তারিখ সূর্য গ্রহণ হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অবশ্য 5 তারিখের চন্দ্রগ্রহণ টি তে পৃথিবীর হালকা ছায়া পড়বে চাঁদের উপর। আরে গ্রহণ টি শুরু হবে বাংলাদেশ সময় 4 তারিখ 5 মাস 2020 এ রাত 11 টা 15 মিনিট থেকে। আর দেখা যাবে তার এক ঘন্টা পর অর্থাৎ রাত 12:54 মিনিটে। এই চন্দ্রগ্রহণ টির স্থায়িত্ব হচ্ছে প্রায় তিন ঘণ্টার বেশি। আর তাই চন্দ্রগ্রহণ টি রাত আড়াইটা পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশর কিছু এলাকা থেকে এ গ্রহণ দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও এই বছরে আরও দুটি চন্দ্রগ্রহণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আর সেটির সম্ভাব্য সময় জুলাই এবং নভেম্বর মাসের দিকে।

অপরদিকে, একুশে জুন সূর্য গ্রহণ হবে সকাল 9:15 থেকে যা দেখা যাবে 10:17 থেকে দুপুর 2:02 মিনিট ১০টা ১৭ মিনিট থেকে দুপুর ২টা ২ মিনিট পর্যন্ত। এই গ্রহণটি একটি পূর্ণ গ্রাস গ্রহণ হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.