স্মার্টফোনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় অ্যাপস….

 

প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রযুক্তির এই যুগে আমরা সবাই কমবেশি মোবাইল ফোন ব্যাবহার করছি। বিশেষ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোন আজকাল প্রায় সবার হাতেই দেখা যায়। আমরা যোগাযোগ থেকে শুরু করে বিনোদন সহ বিভিন্ন কাজকর্মে আমাদের প্রাত্যহিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশে পরিণত করে ফেলেছি এই স্মার্টফোনকে। নিজেদের পছন্দ মত নতুন একটা স্মার্টফোন কিনে সেখানে আমাদের পছন্দের অ্যাপস গুলি দিয়ে স্টোরেজ ভর্তি করে ফেলি! অধিকাংশ মানুষই গেমস এর অ্যাপ গুলু বেশি পরিমাণে ইউজ করে থাকে স্মার্টফোন। আমি আজকে আপনাদেরকে এমন কয়েকটি অ্যান্ড্রয়েড অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব যেগুলি আমাদের নিত্যদিনের অনেক প্রয়োজনীয় কাজ সহজ করতে পারে! আমরা স্মার্টফোন ব্যাবহার করে নিজেদেরকে সত্যিকারের স্মার্ট হিসেবে গড়ে তুলতে পারি! তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক সেইসব প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অ্যাপস গুলু সম্পর্কে:-

১. WPS Office- Word, Docs, PDF, Note, Slide & Sheet :
আমরা যারা কম্পিউটারে বিভিন্ন অফিসিয়াল কাজ কর্ম করে থাকি তাদের কাছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম অতি পরিচিত। কারণ কম্পিউটারে এসব কাজ করার জন্য বর্তমানে এই মাইক্রোসফট অফিস সর্বাধিক ব্যবহৃত। কিন্তূ এখন কম্পিউটার ব্যাবহার না করেই আপনার মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজ গুলো এই একটি অ্যাপের মাধ্যমেই সম্পন্ন করতে পারবেন আপনার স্মার্ট ফোনের সাহায্যে! এছাড়াও আরো বাড়তি কিছু কাজও করতে পারবেন। যেমন- Microsoft Office( Word, PowerPoint, Excel and Txt), Google Docs, Sheets, Slide, Adobe PDF and OpenOffice.
Free PDF Converter, PDF Reader and PDF Editor এছাড়াও যেকোন অফিস ফাইলকে পিডিএফ আকারে কনর্ভাট করতে পারবেন। আপনার এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে।

২. AZ Screen Recorder :
AZ স্ক্রিন রেকর্ডার আপনার স্মার্ট ফোনের স্ক্রিন রেকর্ডস করার জন্য একটি সেরা অ্যাপস। এর সাহায্যে যা যা করতে পারবেন সেটি হলো -আনলিমিটেড টাইম স্ক্রিন রেকর্ড করতে পারবেন।HD কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওর সাথে অডিও রেকর্ড করতে পারবেন।

৩. Google Keep :
প্রতিদিন খুঁটিনাটি বিভিন্ন বিষয় আমাদের নোট রাখতে হয়। আমরা সাধারণত এসব কাজের জন্য সাথে একটা ডায়েরি রাখি এবং তাতে নোটগুলি লিখে রাখি। কিন্তূ এখন আর কোনো প্রকার ডায়রির প্রয়োজন নেই! আপনার হাতে যখন অ্যান্ড্রয়েড ফোন, তখন আর চিন্তা কী! প্লেস্টোর থেকে চটজলদি নামিয়ে ফেলুন এই অ্যাপটি। নোটের পাশাপাশি ছোটখাটো ফাইল এবং ছবিও পিন করে রাখা যায় এই অ্যাপটিতে।

৪. KineMaster – Pro Video Editor :
আমরা সাধারণত ভিডিও এডিটিং এর কাজগুলো কম্পিউটার এর বিভিন্ন সফটওয়ারের মাধ্যমে করে থাকি। কিন্তূ কেমন হতো যদি এই কাজটি হতে থাকে স্মার্টফোন টি দিয়েই করা যেত! আর বন্ধুরা এই অ্যাপসটির সাহায্যে যেকোন ধরনের ভিডিও আপনারা স্মার্টফোন এর সাহায্যে এডিটিং করতে পারবেন। বিশেষ করে যারা মোবাইলে ইউটিবিং করতে চান তারা এই অ্যাপটির সাহায্যে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে পারবেন।

৫. Duolingo: Learn Languages Free
আপনি যদি বিভিন্ন ভাষা শিখতে আগ্রহী থাকেন তাহলে এই অ্যাপ টা আপনার জন্য বেস্ট। বিভিন্ন ভাষা শেখার জন্য একটি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ। ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ, জার্মান,স্প্যানিশের মত বহু ভাষার শব্দ শেখার একটা সুন্দর প্লাটফর্ম এই অ্যাপটি। অনেকগুলো লেভেলে কুইজে অংশগ্রহণের মাধ্যমে একজন ব্যবহারকারী এখান থেকে শিখতে পারবেন। এমনকি আপনার কোনো ভাষা শেখায় অগ্রগতিও দেখাবে এই অ্যাপটি। সাথে রয়েছে বন্ধুদের চ্যালেঞ্জ করার সুযোগ এবং প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে আরো শানিয়ে নেওয়ার সুযোগ!

প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করি আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে এবং অ্যাপসগুলু ও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে পোষ্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য….

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.