সৌন্দর্য নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।সৌন্দর্য নিয়ে উক্তি

মহান আল্লাহর প্রতিটি সৃষ্টি অপূর্ব।অত্যন্ত নিখুঁত করে তিনি সকল কিছু আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাই সৃষ্টির কোনো তুলুনায় নাই। কিন্তু আমরা তার এই সৃষ্টিকে ভেদাভেদ করি। আর সেইজন্য আমরা সবসময় আমাদের চোখে যা কিছু সুন্দর লাগে শুধু সেগুলাই নিয়ে বেশি মাতামাতি করি। কিন্তু আমরা ভুলে যাই যে সৃষ্টির সবকিছুই সুন্দর।

পৃথিবীতে দুইধরনের জিনিস রয়েছে সুন্দর এবং অসুন্দর। কিন্তু মানুষ সবসময় সুন্দরের পূজারী। সবসময় তাই মানুষ সুন্দরকে গুরুত্ব দেয়। সুন্দর্য মানুষকে মুগ্ধ করে গভীরভাবে। তাই মানুষ বরাবর আকৃষ্ট হয় সৌন্দর্যের প্রতি। মানূষ যেখানে যায় যে কাজটি সুন্দর তারা ঠিক সেই জিনিসটি আকৃষ্ট হয়ে।

স্রষ্টার সৃষ্টি সব কিছুই সুন্দর। আর এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে কতশত কবি সাহিত্যিক যে উক্তি দিয়েছেন তার হিসেবে নেই। আজ আমি তাই সৌন্দর্য নিয়ে কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের উপকার হবে।

সৌন্দর্য নিয়ে উক্তি ও বাণীঃ

নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হচ্ছে, সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা।

— আল হাদিস

সবকিছুরই সৌন্দর্য আছে, তবে সবাই তা দেখে না ।

— কনফুসিয়াস

সৌন্দর্য তখনই শুরু হয়, যখন আপনি নিজের হতে পারেন ।

— কোকো চানেল

দেহের আসল সৌন্দর্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর মনের আসল সৌন্দর্য হলো সত্য কথা বলা ।

— এইচ আর এস

আপনি যখনই চারপাশে সৌন্দর্য তৈরি করছেন, তখনই আপনি নিজের আত্মাকে পুরোপুরি উপলব্ধি করতে পারবেন ।

— অ্যালিস ওয়াকার

কাওকে ভালোবাসার আগে, তার বাইরের সৌন্দর্য না দেখে অন্তরের সৌন্দর্য  দেখা উচিৎ ।

Read More >>  নীরবতা নিয়ে উক্তি

— এইচ আর এস

সৌন্দর্য শক্তি; হাসি হলো তার তলোয়ার ।

— জন রে

সৌন্দর্য এর কোন কারণ হয় না।

— এমিলি ডিকিনসন

সেই লোক কে সুন্দর বলা যায় না, যার অন্তর কুৎসিত ।

— এইচ আর এস

সৌন্দর্য হলো আত্মার দীপ্তি ।

— আসাদ মিয়া

বাস্তব সৌন্দর্য নিজের কাছে সত্য হতে পারে ।

— লায়েটিয়া কাস্টা

আপনার অভ্যন্তরীণ আধ্যাত্মিক সৌন্দর্যের যত্ন নিন। এটি আপনার চেহারায় প্রতিফলিত হবে ।

— ডলোরেস দেল রিও

আপনার যা আছে তা বাড়তে দেয়ার বিষয়ই হলো সৌন্দর্য । নিজেকে আলোকিত করুন ।

— জেনেল মোনা

আসল সৌন্দর্য ভিতর থেকে আসে।

— এটিজিডাব্লু

একজন ব্যক্তির প্রকৃত সৌন্দর্য তার আত্মায় প্রতিফলিত হয়।

— অড্রে হেপবার্ন

আপনি যা করতে পছন্দ করেন তাই হোক আপনার সৌন্দর্য ।

— রুমি

পৃথিবীর সব চেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না, এমনকি ছোঁয়াও যায় না – সেগুলি অবশ্যই হৃদয় দিয়ে অনুভব করতে হয় ।

লোকমান হাকিম (রাঃ) এর উক্তি

— অজানা

জীবনের দুটি বড় পুরষ্কার হচ্ছে সৌন্দর্য এবং সত্য, প্রথমটি আমি আমার হৃদয়ে পেয়েছি এবং দ্বিতীয়টি পরিশ্রমের মাধ্যমে পেয়েছি ।

— খলিল জিবরান

কোন মহিলা যতই ফর্সা হোক, সেটা কোন ব্যাপার না, যদি তার মুখ জুড়ে সত্য এবং সততা লিখিত থাকে তবে সে সুন্দর ।

— এলেনোর রুজভেল্ট

Related keyword: সৌন্দর্য নিয়ে উক্তি, প্রেমিকার সৌন্দর্য নিয়ে উক্তি, নারীর সৌন্দর্য নিয়ে উক্তি, ফুলের সৌন্দর্য নিয়ে উক্তি, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে উক্তি, চোখের সৌন্দর্য নিয়ে উক্তি, নদীর সৌন্দর্য নিয়ে উক্তি, মনের সৌন্দর্য নিয়ে উক্তি, বাহ্যিক সৌন্দর্য নিয়ে উক্তি

Related Posts

11 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.