সারাদেশে লকডাউন চালু হচ্ছে নতুন নিয়মে বাদ পড়ছে ঝিনাইদহ জেলা !

ভাইরাস ভাইরাস বর্তমানে আমাদের একটি পরিচিত নাম এই নামটা শুনে বর্তমানে আমরা আঁতকে উঠি এই ভাইরাস নামটি শুনলে বর্তমানে আমাদের শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে

প্রিয় পাঠক করোনা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে আরও বেশি ভয়াবহ।।

হতে চলেছে এইভাইরাস, ভাইরাসের কারণে বাংলাদেশ প্রতিদিন হাজারো লোকের ভাইরাসে আক্রান্ত করছে এবং মারা যাচ্ছে পতিদিন 40 থেকে 50 জনের মতো মানুষকে এই ভাইরাস বর্তমানে আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে প্রতিদিন মানুষ হতে বের হতে পারছে না।।

তারা বাড়ির ভিতরে আটকা থাকতে কাজকর্ম করতে পারছে না কি খাবে কি যে করবো কিছুই বুঝতে পারছে না তার পরেও দেশে ভাইরাসের এই সংক্রমণ ঠেকাতে চলছে করা লকডাউন।।।

বর্তমানে এই ভাইরাসের কারণে বাড়ি থেকে সবাই বের হতেই ভয় পাচ্ছে কারণ এই ভাইরাস একটা মানুষের শরীরে আক্রমণ করে তাহলে তার মৃত্যুর প্রায় 50 ভাগ নিচিত বর্তমানে সারাদেশে প্রায় নতুনভাবে রেডলকডাউন চালু করেছে এটা।।

সমাগমলোকজনের মাধ্যমে আরও ভয়াবহ হতে পারে, তাই কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না আর বের হলেই তার জন্য জরিমানা হতে পারে।।

বর্তমানে প্রায় অনেকগুলো বিভাগে এবং প্রায় দেশের সব কয়টি জেলা ভাইরাসের নির্দেশে লকডাউন জারি করা হয়েছে এবং এটা কয় দিনের ভেতর থেকে কার্যকর করা হবে লকডাউন যদি না মানা হয় তাহলে গোটা দেশেই প্রায় এই ভাইরাস ছড়িয়ে পড়বে।।

আর এই ভাইরাস যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে সারা দেশের লোকের মৃত্যু প্রায় অনিবার্য।।

ভাইরাস যদি সারা দেশে ছড়িয়ে পড়ে সারা দেশটা পুরো অসহায় হয়ে পড়বে এই ভাইরাসের কারণে মৃত্যুমুখে সবাই ঢলে পড়বে।।

সারাদেশে সবকটা জেলাকে লকডাউন কথা দাবি করলেও শুধুমাত্র বাদ পড়েছে ঝিনাইদহ জেলা কারণ এই জেলাটা একটি ভাইরাসমুক্ত জেলা।।

এটা জেনে খুশি লাগতেছে কারণ আমি এই এলাকায় বাস করি জেলা ভাইরাসমুক্ত চাচ্ছি যে আমার জেলাতে ভাইরাস না ঢুকতে পারে এবং বাদবাকি যে জেলাগুলোতে আছে সেগুলো যেন ভাইরাস মুক্ত হয়ে যায়।।

বন্ধুরা আশা করছি আপনারা এই লকডাউন মেনে চলবেন তার সাথে আপনার পরিবার এবং নিজেকে সতর্ক রাখুন।।

 

 

 

বিাস্তারিত এখানে দেখুন

 

 

 

 

এবং আশেপাশের লোকজনকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে নিজে ভালো থাকুন অপরকেও তা বলুন।।

দেখাহবে নতুন কোন পোস্টে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।।

Related Posts

5 Comments

  1. লেখার বিষয় ভাল কিন্তু লেখার মান একদম নিন্ম স্তরের। এই লেখা কিভাবে অনুমোদন পায় জানি না।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.