সামাজিক যােগাযােগ সাইটে আসক্তি একটা বড় সমস্যা

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আজ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করব আশা করি আপনারা সবাই পড়বেন

সামাজিক যােগাযােগ সাইটে আসক্তি একটা বড় সমস্যা
সামাজিক যােগাযােগ সাইটে আসক্তি ধীরে ধীরে সারা পৃথিবীর জন্যই একটা বড় সমস্যা হয়ে দাড়িয়েছে ।

এসব সাইটগুলাের সাফল্য নির্ভর করে , সেগুলাে কত দক্ষতার সাথে ।
ব্যবহারকারীদের আসক্ত করতে পারে তার ওপর ।
পুরাে । কর্মপদ্ধতির মাঝেই যে বিষয়টি রয়েছে , সেটি হচ্ছে কত বেশিবার এবং কত বেশি সময় একজনকে এই সাইটগুলােতে টেনে আনা যায় ।
এবং তাদেরকে দিয়ে কোনাে একটা কিছু করানাে যায় । যে যত বেশিবার এই সাইট ব্যবহার করবে সেই সাইটটি তত বেশি সফল ।
হিসেবে বিবেচিত হবে এবং তত বেশি টাকা উপার্জন করবে । । কাজেই কেউ যদি অত্যন্ত সতর্ক না থাকে তাহলে তার এই সাইটগুলােতে পুরােপুরি আসক্ত হয়ে যাওয়ার খুব বড় একটা সম্ভাবনা রয়ে যায় ।
আবার , সব মানুষের ভেতরেই নিজেকে প্রকাশ । করার একটা ব্যাপার রয়েছে কিংবা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার এক ধরনের সুপ্ত আকাঙ্ক্ষা থাকে , যাকে মনােবিজ্ঞানের ভাষায় Narcissism বলে , সামাজিক যােগাযােগের সাইটগুলাে মানুষের এই সুপ্ত বাসনাকে জাগ্রত করে দেয় ।
সবার ভেতরই তখন নিজেকে জনপ্রিয় করে তােলার এক ধরনের প্রতিযােগিতা শুরু হয় । জেনে হােক না জেনে যােক ব্যবহারকারীরা নিজের সম্পর্কে অত্যন্ত তুচ্ছ ।
খুঁটিনাটি তথ্য সবার সামনে উপস্থাপন করতে থাকে , কেউ সেটি দেখলে সে খুশি হয় , কেউ পছন্দ করলে আরও বেশি খুশি হয় ।
পুরাে প্রক্রিয়াটি অনেকটা মাদকের মতাে কাজ করে এবং একজন ব্যবহারকারী ঘণ্টার পর ঘণ্টা এই যােগাযােগের মাধ্যমে তাদের সময় অপচয় করতে থাকে । তাই বলা যায় , সামাজিক যােগাযােগ সাইটে এই আসক্তি একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে ।

যে কোনো কিছু অতিমাত্রায় ভালো না এর জন্য সব কিছুই কম করে ব্যবহার করাই উত্তম তাতে জীবনে এগিয়ে যেতে পারবেনএবং জীবনের সাফল্য পাবেন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই সামাজিক যােগাযােগ সাইটে আসক্তি একটা বড় সমস্যা বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.