জীবনকে সহজ করতে জীবন যাত্রার মান বাড়াতে কে না চায়। তাই চাকরির পাশাপাশি সকলেই অতিরিক্ত ইনকামের পথ হিসেবে অনলাইন কে বেছে নিয়েছে। কেননা অনলাইন থেকে সহজে বেশি বেশি ইনকাম করা যায়।
প্রাথমিকভাবে কি কি লাগে:
১. একটি ব্যক্তিগত কম্পিউটার বা স্মার্টফোন
২. ইন্টারনেট সংযোগ
৩. ট্রেনিং
আরো কিছু:
১. আত্মবিশ্বাস থাকতে হবে
২. পরিশ্রম করার বিরত থাকতে হবে
৩. ধৈর্য্য থাকতে হবে
একদিনে বা এক মাসেই আপনি এখানে সফল হবেন এরকম বলছি না। ধৈর্য্য সহকারে আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। তাহলেই সফল হতে পারবেন। করতে পারবেন সহজে বেশি বেশি ইনকাম।
তবে জেনে বুঝে করবেন। অনলাইনে এমন অনেক সাইট আছে যারা কাজ করিয়ে নেবে এবং পেমেন্ট করবে না।
আবার প্রেমেন্ট ঠিকই করে কিন্তু পেমেন্ট সিস্টেম না জানার কারণে একসময় উৎসাহ হারিয়ে ফেলে অনেকে।
শিখুন:
ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যা থেকে আপনি শিখতে পারেন ফ্রীল্যান্সিং। তবে ৯০ শতাংশ ভিডিও আর পোস্ট ফেক হয়ে থাকে। আবার অনেকে ইনভেস্ট করতে বলতে পারে। সেই ক্ষেত্রে শুরুর পর্যায়ে না বুঝে ইনভেস্টে না যাওয়াই ভা… ইনভেস্ট যদি করতেই হয় তো নিজের ওপর ইনভেস্ট করুন। ট্রেনিং করুন।
২ মাসের অল্প ট্রেনিং-এ সহজে বেশি বেশি ইনকাম
১. কপি পেস্ট
২. ইউটুবিং
৩. ব্লগিং
৪. ফেসবুক মার্কেটিং
৫. ইমেইল মার্কেটিং
৬. এফিলিয়েট প্রোগ্রাম
৭. সিপিএ মার্কেটিং
দীর্ঘমেয়াদী ইনকাম করতে চাইলে
১. ওয়েব ডেভেলপমেন্ট
২. অ্যাপ ডেভেলপমেন্ট
৩. গ্রাফিক্স ডিজাইন
৪. এস ইও
বিশ্বস্ত সেরা সাইট:
চলুন জেনে আসা যাক অনলাইনে ইনকাম করা যায় এরকম কিছু বিশ্বস্ত সেরা সাইট
১. Freelancer.com
২. Fiverr.com
৩. Truelancer.com
৪. Guru.com
৫. Youtube.com
এই সাইট গুলোতে আপনি কিভাবে একাউন্ট করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে কাজ করবেন এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবেন। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে দেখে কাজ শিখতে পারেন কিংবা বিভিন্ন ব্লগ সাইটে এ বিষয়ে বিস্তারিত পাবেন। তবে আপনি ভালভাবে শিখে, গবেষনা করে কাজ শুরু করতে পারেন এবং এর সাথে যদি পরিশ্রম থাকে, ধৈর্য থাকে তাহলে আপনি অনলাইন থেকে সহজে বেশি বেশি ইনকাম করতে পারবেন।

nc
Thank you so much.
kicu janar thakle prosno korte paren.
Good
মন্তব্য করার জন্য ধন্যবাদ| কোন বিষয়ে লেখা চান জানালে খুশি হব|
thanks
আপনাকেও ধন্যবাদ| লেখা থেকে উপকৃত হলে ভাল লাগবে|
Gd
gd
ni
Nice
good post
ok