সময় নষ্ট থেকে বাচার উপায়।

আশা করি সবাই ভালো আছেন।আমাদের মধ্যে অনেক মানুষ আছি যারা সারাদিন শুধু সময় নষ্ট করি।সফল মানুষরা বলেন মানুষকে কখোনোই সময় নষ্ট করা উচিত না।তাদের সারাদিনই কিছু না কিছু কাজের মধ্যে থাকা দরকার।যদি তারা শুধু বসে সময় নষ্ট করে তাহলে তাদের মাথায় অনেক খারাপ চিন্তা এবং নেগেটিভ চিন্তা আসবে।যা তাদের জীবনে নীতিবাচক প্রভাব ফেলবে।এপ্যালের প্রতিষ্ঠিতা স্টিভ জবস বলেন জীবনটা অনেক বড় কিন্তু জীবনে সময় অনেক কম পাওয়া যায়।এই অল্প সময়টাকে নষ্ট না করে কাজে লাগানোর মাধ্যমে সফলতা পাওয়া সম্ভব।কিন্তু অন্যদিকে আমরা মুভি দেখে দিন পার করে দেই,খেলা দেখে অনেক সময় কাটাই,ফেসবুকে বাজে সময় নষ্ট করি।এইসব কাজগুলো আমাদের ভবিষ্যতে কখনোই ভালো কিছু করবে না।বরং আমাদের ভবিষ্যতে অনেক কষ্টের কিছু অপেক্ষা করতাছে।তাই এই বাজে সময়টাকে নষ্ট না করে একটু হলেও কিভাবে কাজে লাগানো যায় এই নিয়ে আজকে আমি আপনাদেরকে ৪ টি টিপ্স দেবোঃঃ

১.অবসর সময়ে নিজের বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারেন।যেমন;ইংরেজি প্রেক্টিস করে পারেন,যোগাযোগ ক্ষমতা বাড়াতে পারেন।মানে এই সময়টাতে এমন কিছু করতে পারেন যা আপনার ভালো লাগে এবং স্কিলও ডেভেলপমেন্ট করবে।

২.ইউটিউবে ভিডিও বানাতে পারেন।আমরা তো সারাদিনের বেশিরভাগ সময়টাই ইউটিউবে ভিডিও দেখ সময় কাটিয়ে দেই।যদি আমরাই এইরকম ভিডিও বানাতে পারি তাহলে তো মন্দ হয় না।এটা আমাদেরকে অনেক স্মার্ট করে তুলবে।আর ইউটিউবে ভিডিও বানাতে এমন কোনো মানুষ হয়তো পাওয়া যাবে না যার ভালো লাগে না।

৩.ফ্রিল্যান্সিংও করতে পারেন।এখন ফ্রিল্যান্সিং বেকারত্বের হার কমানোর জন্য অনেক সম্ভাবনাময় একটা খাত।এটা আপনার চাকরি ক্ষেত্রে আপনাকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করবে।এবং এটা আপনি ধৈর্যোসহকারে করলে কয়েকমাস পর আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন।

৪.গল্পের বই,সফলতার বই আরও নিজের ইচ্ছে মতো যেকোনো বই পড়তে পারেন।এটা আপনাকে অনেক জ্ঞান অর্জন করতে সাহায্যে করবে।এবং বই পড়ার প্রতি ভালো লাগা তৈরি করবে।তাই একদম বসে না থেকে বই নিয়ে পড়তে পারেন।

বন্ধুরা আমি যেই ৪ গি কাজ আপনার অবসর সময়ে করতে পারেন বললাম এইগুলো আপনার জীবনও পরিবর্তন করে দিতে পারে।তাই আজ থেকে আর অবসর সময় না কাটিয়ে সময়টাকে উপরের আপনার যেইটা ভালো লাগে সে-ইটা করে কাটান।

Related Posts

15 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.