সম্পদ, সাফল্য ও ভালোবাসা নিয়ে একটি গল্প।

কোনো এক কোনো এক দূর্গম এলাকায় এক মহিলা তার স্বামী ও এক কন্যা সন্তান নিয়ে বাস করতো। একসাথে বসবাস করলে বুদ্ধি, মেধা, মনন ও চিন্তাধারায় তারা আলাদা বৈশিষ্ট্যের ছিলো

একদিন মহিলাটি তার বাড়ির শয়ন ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। এসে দেখলো যে তার বাড়ির উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। বসে থাকা ব্যক্তিত্রয় তার অচেনা, অপীিচিত। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। মহিলাটি তখন বললো, ‘আমি আপনাদের কাউকেই চিনতে পারছি না। কিন্তু দেখে মনে হচ্ছে আপনারা হয়তো খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। আপনারা দয়ূ করে আমার বাড়ির ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি…।

একথা শুনে তারা মহিলাটিকে জিজ্ঞেস করলেন ‘ বাড়ির কর্তা কি বাড়িতে আছেন?’ মহিলাটি তার উত্তরে বললেন,’না নেই’। ‘তিনি কাজে বাইরে গেছেন। বৃদ্ধ লোকগন বললেন, ’‘তাহলেতো আমরা আপনার ঘরে আসতে পারবো না। ‘সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে তার বউয়ের কাজ থেকে সব শুনলেন তখন তিনি তার বউকে বললেন, ‘যাও তাদের বলো যে, আমি এখন ঘরে ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি।

‘স্বামীর কথায়, মহিলাটি ঘরের বাইরে গেলেন এবং স্বামীর কথামতো তাদের ঘরের ভেতরে আসতে বললেন। কিন্তু তারা বললো,‘আমরাতো এভাবে ঘরের ভেতর যেতে পারি না।’ মহিলা তখন তাদের জিজ্ঞেস করলেন,’ কিন্তু কেন? আবার কি ধরনের সমস্যা?’ তখন বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন,’আমাদের তিন জনের মধ্যে একজনের নাম সম্পদ। ‘আরেক জনের নাম সাফল্য এবং আমার নাম হলো ভালবাসা।

এখন আপনি আবার ঘরের ভেতরে যান। গিয়ে দুজনে মিলে আগে সিদ্ধান্ত নিন আমাদের মধ্যে কাকে আপনি আপনার ঘরের ভেতরে ঢুকতে দেবেন। মহিলা তখন ঘরের ভেতরে গেলেন। তার স্বামীকে সব খুলে বললেন। শুনে তার স্বামী অত্যন্ত খুশি হলেন এবং বললেন, চল আমরা সম্পদকেই ডাকি। তাহলে সম্পদে সম্পদে আমরা অনেক ধনী হয়ে যাব!’ তার স্ত্রী স্বামীর এ কথায় সম্মতি দিলেন না। বললেন,’নাহ, আমার মনে হয় আমাদের ঘরে সাফল্যকে ডাকা উচিত।’

এসব কথা চলাকালীন তাদের মেয়ে ঘরের অন্য একটি কোনে বসে বাবা মায়ের সবকথাই শুনছিলো। শুনার পর সে বলে উঠলো, ‘তোমাদের কি মনে হয় না আমাদের ঘরে ভালবাসাকে ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালবাসায় পূর্ণ হয়ে উঠবে।’ মেয়ের কথা শুনে তার বাবা বললো, ‘ঠিক আছে আমরা আমাদের মেয়ের কথাই রাখবো।

বউকে বললো, তুমি আবার বাইরে যাও এবং তাদের মধ্যে ভালবাসাকে আমাদের অতিথি হিসেবে ঘরের ভেতরে ডেকে নিয়ে এসো।‘ মহিলাটি বাইরে গিয়ে বললেন, ’আপনাদের মধ্যে ভালবাসা কার নাম? দয়া করে তিনি ঘরের ভেতরে আসুন। আপনিই হবেন আমাদের একমাত্র অতিথি।’ ভালবাসা নামের বৃদ্ধ লোকটি উঠে দাঁড়ালেন এবং ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। সেই সাথে বাকী দুজন বৃদ্ধও উঠে দাঁড়ালেন এবং ভালোবাসা নামক বৃদ্ধকে অনুসরণ করে তার পিছু পিছু হাঁটতে লাগলেন।

মহিলাটি এটা দেখে ভীষণ অবাক হলেন আর বললেন, ‘আমিতো আপনাদের মধ্যে শুধু ভালবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি। আপনারা বাকী দুজনও কেন তার সাথে সাথে আসছেন?’ বৃদ্ধ লোকেরা তখন বললো, ‘আপনি যদি শুধু সম্পদ বা শুধু
সাফল্যকে আমন্ত্রণ করতেন তাহলে আমরা বাকী দুজনই আপনার ঘরের বাইরে থাকতাম। কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে যেহেতু শুধু ভালবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সেহেতু আমরাও সাফল্য ও সম্পদ সেখানে যাচ্ছি।

সে অর্থাৎ ভালোবাসা যেখানে যায়, আমরা দুইজনও সেখানেই যাই। যেখানেই ভালবাসা থাকে, সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে। তারা তিনজন একে অন্যের সাথে একত্রে বসবাস করে।

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.