সফল হবার চালিকাশক্তি

জীবনে সবার সপ্ন থাকে ভালো কিছু করার, বা জীবনে সফলতা অর্জন করার,কিন্তু সবাই তার উপযুক্ত সফলতা পায় না।আসলে সফলতা পাবার জন্য কোন ধরা বাধা নিয়ম নেই,নানা দিক থেকে আপনি সফলতা অর্জন করতে পারেন।

সঠিক বিশ্লেষনঃ
জীবনে সফলতা লাভের জন্য প্রথমেই আপনাকে সঠিক বিশ্লেষণ করে নিতে হবে,হয়ত ভাবছেন কীভাবে?নিজেকে জানুন,নিজের মধ্যে কোন ভালো দিক বেশী কাজ করছে বা রয়েছে বুঝার চেস্টা করুন।অনেক গুলি রাস্তা আপনার থাকতে পারে কিন্তু সব গুলু এক সাথে আপনি সফল হবার জন্য ব্যবহার করতে পারবেন না।এর জন্য নিজেকে বিশ্লেষণ করেনিতে পারাটাই  সফলতার প্রথম ধাপ।

আত্মবিশ্বাস রাখাঃ

নিজের উপর নিজের আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে কোন ভাবেই আপনি অগ্রসর হতে পারবেন না,বিশ্লেষণ এর মাধ্যমে যে কাজ আপনার সাথে ভালো যাচ্ছে সেটা ভালো ভাবে করতে পারার জন্য নিজের উপর আত্মবিশ্বাস রাখুন এবং এগিয়ে যান।

ব্যার্থতাকে হারাতে হবেঃ

সফলতা লাভের জন্য বার বার ব্যার্থতার সম্মুখীন হতে হবে,তবে এই ব্যার্থতাকে পাশ কাটিয়ে সঠিক পথে অগ্রসর হতে পারলেই ধীরে ধীরে সফলতা ধরা দিবে,মনে রাখতে হবে সফলতা এক দিনে আসে না।

ভয় মুক্ত থাকাঃ

এই লেখাটি পড়ার পর থেকেই প্রতিজ্ঞা করো যে তুমি আর কোন ব্যাপার নিয়ে মিছে শঙ্কা বা অতিরিক্ত নেতিবাচক ভাবনা চিন্তা করবে না। জীবনের বিভিন্ন সময়ে আমাদের সাথে নানাধরণের খারাপ কিছু হতেই পারে। কিন্তু, সেসব নিয়ে অযথা ভেবে কোন কাজে পিছিয়ে আসার মানে কি! কোন সাধারণ ঘটনা থেকেই উপসংহার টেনে আনা ঠিক না। যেমনঃ ধরো, তুমি একদিন বিকেলবেলা বাইসাইকেল চালাতে গিয়ে বাইসাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলে। কিন্তু, তার জন্যে তুমি কি আঘাত পাবার ভয়ে বিকেলবেলা আর সাইকেল চালাবে না? জানি মোটেও তুমি তা করবে না! তাই, সফলতা পেতে শঙ্কা-আশঙ্কা আজ থেকে আর নয়।

সব কিছুর জন্য নিজেকে দায়ী না করাঃ

সফলতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সবকিছুর জন্য নিজেকে দায়ী না ভাবা। ব্যাপারটি একটু বুঝিয়ে বলছি, এটি আসলে একধরণের মনের ফাঁদ। যেমন: মনে করো খেলার মাঠে তোমরা ফুটবল খেলছো। খেলার এক পর্যায়ে তোমার পাশেই অবস্থান করা একজন বন্ধু ব্যাথা পেলো। আপাতদৃষ্টিতে সেখানে তোমার কোন দোষই নেই। এমন পরিস্থিতিতে যদি তুমি নিজেকে দায়ী ভেবে থাকো তাহলে কিন্তু মুশকিল।

অনেক সময় আমাদের মন বিভিন্ন কাজে নিজের কাছে নিজেকেই দায়ী/দোষী সাব্যাস্ত করে যার জন্যে আসলে আমরা দায়ী নই। সুতরাং, এই ব্যাপারে সতর্ক থাকতে -সবকিছু যুক্তি দিয়ে চিন্তা করবে।
কোন ঘটনা নিয়ে ঠাণ্ডা মাথায়, সবদিক বিবেচনা করে কাজ করবে।

হুট করে সিদ্ধান্তঃ না নেওয়াঃ

কোন ব্যাপারে হুট করে কিছু সিদ্ধান্ত নিলে পরবর্তীতে আমাদের ধারণা ভুল প্রমাণিত হলেও সেই ঘটনাটি সম্পর্কে আমাদের আগের মনোভাবে কোন পরিবর্তন আনা সম্ভব হয়ে উঠে না। তাই, কোন কিছু নিয়ে উপসংহারে পৌঁছাতে চাইলে আগে প্রমাণ দেখতে হবে, যুক্তি দিয়ে মিলিয়ে সবকিছু বাছবিচার করে তবেই নিজের মতামতকে প্রতিষ্ঠিত করতে হবে। যেমন:   কোন প্রমাণ ছাড়াই বেশভুষা দেখেই কোন একজনকে যদি মনে হয় সেই ব্যক্তি ভালো নয় এবং এই মনোভাব নিয়েই যদি সে ব্যক্তির সাথে তুমি খারাপ আচরণ করো তাহলে সেটি অন্যায় হবে। আগে জানতে হবে সে ব্যক্তি সত্যিই ভালো নাকি মন্দ।

 

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.