ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন সেই  বেক্ত করি।

শিক্ষা মন্ত্রণালয়ের এসাইন্টমেন্ট প্রশ্নপত্রের সমাধান দেওয়ার ধারাবাহিকতায় আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিতের এসাইন্টমেন্টের সমাধান। আশা করি ষষ্ঠ শ্রেণীর ছোট ভাই বোনদের খানিকটা উপকার হবে। তাহলে দেরি না করে শুরু করা

ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এসাইন্টমেন্ট উওর

১.বিজ্ঞান কি?
উত্তর:বিজ্ঞান:
ভৌত বিশ্বের যা কিছু আছে পর্যবেক্ষণযুক্ত ,ব্যাখ্যাযোগ্য ,ও যাচাইযোগ্য তারা সশৃঙ্খল ,নিয়মতান্ত্রিক গবেষনা ও সেই গবেষণা যুক্ত জ্ঞানভাণ্ডারের নাম বিজ্ঞান।
২.উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা ব্যাখ্যা কর তার পরীক্ষার জন্য বিজ্ঞান প্রক্রিয়ার ধাপগুলো কি কি ?
পরীক্ষার নাম :বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষা।
তত্ত্ব :পানি না পেলে গাছ মোর যেতে পারে।
প্রয়োজনীয় উপকরণ:ছোট দুইটি পাত্র,ফুল গাছের দুইটি ছাড়া ও মাটি।
সাবধান ও সতর্কতা:পরীক্ষার জন্য যে দুটি চারা কিনেছি তাদের মধ্যে  দুটি বিষয়ের
একটির মধ্যেও যেন কোনো ধরণের পার্থক্য না থাকে সেদিকে খেয়াল রেখেছি।
পরীক্ষায় ধাপ:
১.দুইটি ছোট পাত্র
২.পাত্র দুটির তলার ছিদ্র করেছিল
৩.এবার পাত্র দুটি ভরে নিয়েছিল।
৪.এবার একই ধরণের ছাড়া দুইটি পাত্র দুইটিতে রোপন করেছিলাম।
৫.এবার একটিতে পানি দিয়েছিলাম উন্নতিতে শুকনা রেখেছিলাম।
৬.গাছ দুটি ছায়ায় রেখেছিলাম
৭.পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করেছিলাম
৮.একটি গাছ প্রায় মোর মরেগিয়েছি এবং অন্য গাছটি প্রায় সতেজ ছিল।
উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ:
পাত্র দুইটিতে একই ধরণের মাটি ছিল। ছাড়া গাছ দুটিকে একই জায়গায় রাখা হয়েছিল কাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর উন্নতিতে পানি দেওয়া হয় নাই। এর থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারা মারা গিয়েছে।
ফলাফল:পানি ছাড়া চারাগাছমরে যায়।
৪.অশুনিক শ্রেণী বিন্যাস অনুসারে এমিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তভুক্ত এবং তার বৈশিষ্ট কি ?
উত্তর :আধুনিক শ্রেণীবিন্যাস অনুসারে এমিবা প্রোটিস্টা রাজ্যের অন্তভুক্ত এবং মাশরুম ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তভুক্ত।
প্রোটিস্ট  রাজ্যের বৈশিষ্ট্য :
১.এ রাজ্যের অন্তভুক্ত জীবের নিউক্লিয়াস সুগঠিত
২এরা  এককোষী।
৩.এরা  দলবদ্ধ থাকতে পছন্দ করে।
ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য :
১.এ রাজ্যের অন্তভুক্ত জীব সুগঠিত।.
২.এরা  সাধারণত এককোষী বা বহুকোষী হয়।
৩.এদের দেহে ক্লোরোফিল নেই।
৪.এরা পরজীবী।

৫.উওর:
সাইকাস:
১.এরা নগ্নজীবী উদ্ভিদ
২.উদ্ভিদের ফুলে কোনো ধরণের ডিম্বাশয় থাকে না।
৩.ডিম্বক পরিণত হয়ে বীজে উৎপন্ন  হয়।

সুপারি গাছ:
১.এটি আবৃতবীজী উদ্ভিদ।
২.সপুস্পক উদ্ভিদ
৩.ফলের ফুলের ডিম্বাশয় থাকে।
৪.নিষেকের ফপরে ডিম্বাশয় ফলে পরিণত হয়।

মস:
১.অপুষ্পক উদ্ভিদ
২.সাধারণ উদ্ভিদের ন্যায় এদের মূল থাকে না পরিবর্তে রাইজয়েড থাকে।
৩.এরা সবুজ স্বভোজী।
৪.এরা সেঁতসেঁতে মাটি ,মাটি ,দেওয়াল ও গাছের বাকল এ জন্মায়।

কাঁঠাল:
১.সপুষ্পক উদ্ভিদ।
২.দেহে স্পষ্টভাবে মূল,কান্ড ও পাতায় বিভক্ত
৩এরা আবৃতবীজী উদ্ভিদ
৪.নিষেকের পর ডিম্বক ডিম্বাশয়ে পরিণত হয়।
সরিষা:
১.সপুষ্পক উদ্ভুদ।
২.দেহে স্পষ্টভাবে মূল,কান্ড ও পাতায় বিভক্ত।

আজ এই পর্যন্তই। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related keyphrase: ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর, বিজ্ঞান এসাইনমেন্ট ৬ষ্ঠ শ্রেণির উত্তর, বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ৬ষ্ঠ শ্রেণির উত্তর, ক্লাস সিক্স বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর, ক্লাস সিক্স বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.