ষষ্ঠ শ্রেণীর গনিত এসাইনমেন্ট উত্তর

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন সেই  বেক্ত করি।

শিক্ষা মন্ত্রণালয়ের এসাইন্টমেন্ট প্রশ্নপত্রের সমাধান দেওয়ার ধারাবাহিকতায় আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিতের এসাইন্টমেন্টের সমাধান। আশা করি ষষ্ঠ শ্রেণীর ছোট ভাই বোনদের খানিকটা উপকার হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক।

ষষ্ঠ শ্রেণীর গণিত এসাইন্টমেন্ট সমাধান

১.বিপ্রতীপ কোন কাকে বলে ?
উত্তর:বিপ্রতীপ কোন:

একটি কোণের বিপরীত রশ্নি ওই কোণের বিপরীত যে কোণ উঠপন্ন তাকে পূর্বের কোণের বিপ্রতীপ কোণ বলে। অন্যভাবে বলা যায়,দুটি পরস্পর ছেদি সরলরেখা  কোনো একটি বন্দুতে মিলিত হলে মিলিত বিন্ধুতে দুইজোড়া কোণ উৎপন্ন হয়। প্ৰতিজোড়া বিপরীত কোণের একটি অপরটির বিপ্রতীপ কোণ।

২.সন্নিহিত কোণ কাকে বলে ?
উত্তর :সন্নিহিত কোণ ;

একই সমতলে সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত শীর্ষবিন্দু যদি একই হয় ,তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে,চিত্রে কোণ AOB ও কোণ BOC
কে পরস্পর সন্নিহিত কোণ বলে।
প্রশ্ন:অবিন্যস্ত উপাত্ত কি?নিচে অধীনস্ত উপাত্তের গড় ,মদ্ধক ,ও প্রচুরক নির্ণয় করো।
উত্তর :অবিন্যস্ত উপাত্ত:
যে সকল উপাত্ত এলোমেলোভাবে থাকে তাদেকে অবিন্যস্ত উপাত্ত বলে।

বিঃদ্রঃপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেখার সুবিধার জন্য আমি চিত্র বুঝার  জন্য কলম ব্যবহার করেছি। তোমারা লেখার সময় অবশ্যই পেন্সিল ব্যবহার করবে।

গড় নির্ণয়:
প্রদত্ত নম্বরের যোগফল:
(২১+৩৭+৪০+২২+৩৯+৩৫+২২+২৫+৩২+২২+২১+৩৭+৪০+২২+৩৯+৩৫+২৫+৩২+২২+৩৭+৩৯+৩২+২২+৩৭+৩২+৪০+৩৭+২২+৩৫+২২=৯২৩

গড়=উপাত্তসমূহের যোগফল /উপাত্তসমূহের সংখ্যা
=৯২৩/৩০
=৩০.৭৬
নির্ণেয় গড় =৩০.৭৬

প্রচুরক নির্ণয়,
এখানে ২১ আছে ২ বার
এখানে ২২ আছে ৮ বার
২৫ আছে ২ বার
৩২ আছে ৪ বার
৩৫ আছে ৩ বার
৩৭ আছে ৫ বার
৩৯ আছে ৩ বার
৪০ আছে ৩ বার

এখানে ২২ আছে সর্বাধিক ৮ বার
তাই প্রচুরক=২২.

আজ এই পর্যন্তই। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

 

Related keyphrase: ষষ্ঠ শ্রেণীর গনিত এসাইনমেন্ট উত্তর, ষষ্ঠ শ্রেণীর গনিত অ্যাসাইনমেন্ট উত্তর, গনিত এসাইনমেন্ট ৬ষ্ঠ শ্রেণির উত্তর, গনিত অ্যাসাইনমেন্ট ৬ষ্ঠ শ্রেণির উত্তর, ক্লাস সিক্স গনিত এসাইনমেন্ট উত্তর, ক্লাস সিক্স গনিত অ্যাসাইনমেন্ট উত্তর

Related Posts

3 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.