আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন.
আজকে আপনাদের সামনে এমন একজন মানুষের কথা বলব যাকে আপনারা সবাই চেনেন. আপনারা জানেন বাংলাদেশের প্রথম ইউটিউবার কে সবাই বলতে পারবে বাংলাদেশের প্রথম ইউটিউবার সালমান মুক্তাদির কিন্তু এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় ইউটিউব এর মধ্যে কোন ইউটিউবার বাংলাদেশ থেকে সর্বপ্রথম ইউটিউব এ বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে কেউই বলতে পারবে না. তিনি হচ্ছেন শামীম হাসান সরকার যাকে আপনারা শামীম নামের চিনেন. তিনি ম্যাংগো স্কোয়াড ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা. তিনি সাধারণত ইউটিউবে ফানি ভিডিও তৈরি করেন তার পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করেন তারপর তো মানে দুটি নাটক সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে তার মধ্যে একটি হলো ব্যাচেলর পয়েন্ট এবং অন্যটি হলো ফ্যামিলি ক্রাইসিস.
শামীম হাসান সরকার ইঞ্জিনিয়ারিং পাশ করে চেয়ে ছিলেন একজন ইঞ্জিনিয়ার হতে. কিন্তু ইউটিউব এ নেশায় সে আর ইঞ্জিনিয়ার হতে পারে নি সে বর্তমানে একজন জনপ্রিয় অভিনেতা হয়ে গেছে. শামীম হাসান সরকার মূলত ব্যাকবেঞ্চার নাটকের মাধ্যমে তার নাটক জীবন বা অভিনয় জীবন শুরু করেছিলেন. ব্যাক বেঞ্চার নাটক এর মাধ্যমে শামীম হাসান সরকার বাংলাদেশি সিম কোম্পানি রবিতে অ্যাডের অফার পাই. শামীম হাসান সরকার ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাস করার পর মিলিটারি অফ ইনফর্মেশন সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেন. তারপর কিছুদিন চাকরি করে মালয়েশিয়া একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেন. শামীম হাসান সরকারের পরিচালিত ম্যাংগো স্কোয়াড চ্যানেলটিতে 7 থেকে 8 জন কাজ করে থাকে এটি মূলত পথ শিশুদের কে নিয়ে কাজ করে. শামীম হাসান সরকারের মাসিক ইনকাম সব মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি. বন্ধুরা ইনফরমেশন গুলো 100% সত্যি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ.
11 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.

shamim vaika valo lage..
সেই
good
সুন্দর গল্প
Onk kisu janlam
Gd
Gd
real-life history.
Huru
❤️
ok