রেডমি নোট এর রিভিউ

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন।ভালো থাকবেম সেটাই কামনা সবার।একটি ভালো ফোন সকলের কাম্য।অনেক সময় ল্যাপটপ কিংবা ট্যাবলেট নিয়ে সবসময় কাজ করতে অসস্তি লাগলেও সেই ক্ষেত্রে মোবাইল ফোন হতে পারে কার্যকরি উপায়।ভালো ডিভাইস এবং ভালো ফিচার এর মোবাইল ফোনে আজকাল বাজারে বিরাজমান রয়েছে সর্বত্র।

ভালো মোবাইল ফোন কার না প্র‍য়োজন। একজন শিক্ষার্থী থেকে শুরু করে একজন চাকরিজীবি এবং একজন সাধারণ মানুষেরও প্র‍য়োজন ভালো একটি মোবাইল ফোন। অনেক সময় সঠিক জ্ঞানের অভাবে আমরা এমন এমন কিছু ফোন কিনি যার ফলে পরে আমাদের ভালো ফোন ব্যবহার করা হয় না।তাই আমার সাজেশান থাকবে আপনি অবশ্যই জেনে বুঝে ভালোমানের রিভিউ দেখে মোবাইল ফোন কিনবেন।

শাওমি মোবাইল ফোন জগতে প্রায় একছেত্র আধিপত্য করেই যাচ্ছে।আমাদের আশে প্রায় সকলে প্রায় এই কোম্পানির ফোন ব্যবহার করে থাকে। এদের রিভিউ যেমন ভালো সেই সাথে এদের ভালো সার্ভিস এর নাম ডাক রয়েছে সর্বত্র।তাই আজ আমি আপনাদের ভালো ফিচারওয়ালা একটি মোবাইল ফোনের রিভিউ তুলে ধরব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।

আজ আমি আপনাদের যেই ফোন নিয়ে রিভিউ দিবো তা হলো শাউমি রেডমি নোট ৯ নিয়ে।বাজারে এসেছে রেডমি নোট ৯। এটি খুবই আকর্ষণীয় একটি মোবাইল ফোন। এটি শাওমি রেডমি ৮ এর আপডেট ভার্সন। এর আগে ইন্ডিয়াতে রেডমি নোট ৯ প্রো এবং রেডমি নোট ৯ প্রো মেক্স ভার্সন রিলিজ হয়েছিলো। তখন থেকে ক্ষণ গননা শুরু হয়ে গিয়েছিলো রেডমি নোট ৯ নিয়ে।

এখন আসি কেমন হতে যাচ্ছে রেডমি নোট ৯ ফোনটি।সকলেরই ইচ্ছা থাকে ৩০ হাজারের মধ্যে ভালো ফিচার যুক্ত একটি মোবাইল ফোন কিনার। সেই পালে হাওয়া লাগাতে পারে রেডমি নোট ৯। এখন এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো তুলে ধরা হলোঃ
১.রেডমি নোট ৯ এর ব্যাক পার্ট ৩ডি গ্লাস যুক্ত। যার ফলে কোন ময়লা কিংবা ধুলোবালিতে এটির দ্বারা প্রভাব পড়বে না।
২.এর সাইডফ্রেম বরাবরের মতো প্লাস্টিকযুক্ত রয়েছে তবে সাইডে যুক্ত রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
৩.ফোনের নিচের দিকে থাকে ৩.৫ এর হেডফোন জেক।
৪.এটির ডিসপ্লে হলো ৬.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।
৫.এটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে লেটেস্ট প্রসেসর।ফলে যে কোন গ্রাফিক্স গেম ইজিলি খেলা যাবে এই ফোনের ক্ষেত্র।
৬.রেডমি নোট ৯ এ রয়েছে এন্ডয়েড ১০ এর ফুল সাপোর্ট।
৭.এটির ফ্রন্ট ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল।এটির রয়েছে আল কোয়াড ক্যামেরা।এটির রয়েছে ১১৯ ডিগ্রি ভিডিও করার ক্ষমতা।
৮.এটির ক্ষেত্রে যে সেন্সর রয়েছে তা হলো স্যামসাং এনএস সেন্সর।
৯.এটির ব্যাটারি ৫০২০ মেগাএম্পিয়ার ক্ষমতা।ফলে এটির চার্জ হতে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা।
১০.ফোনটি সাধারণ তিনট রংয়ের পাওয়া যাবে। তা হলোঃ
১.ফরেস্ট গ্রিণ
২.পোলার হোয়াইট
৩.মিডনাইট গ্রে।
১১.এটির রয়েছে ৪ জিবি রেম ১২৮ জিবি রোম।

বাংলাদেশে এর বাজার মূল্য প্রায় ১৯,৯৯০ টাকা। আশা করি আজকের রিভিউটি আপনাদের কাজে আসবে।আবারও নতুন নতুন রিভিঊ নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সামনে।ততক্ষণ ভালো থাকবেন।ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.