রুট ছাড়াই যেভাবে ফোনের লোকেশন চেঞ্জ করবেন

আসসালমুআলাইকুম!! আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আসেন! আলহাদুলিল্লাহ আমাকেও আল্লাহ তায়ালা অনেক ভালো রেখেছেন! তাই আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড টিপস। সম্মানিত পাঠক: আমি একজন সাধারণ লেখক তাই যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্য ই কমেন্ট করে জানাবেন। এবং ক্ষমা সন্দর দৃষ্টিতে দেখবেন।আর যদি পোস্টটি ভালো লাগে তাহলে বন্ধ দের কে share kore পড়ার সুযোগ করে দিবেন।

আজকের টপিক:

আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনার ফোন রোট না করেই খুব সহজে লোকেশন চেঞ্জ করবেন। এই কাজটি করার জন্য আগে আপনার ফোনের developer options অন করতে হবে যেভাবে অন করবেন।

লোকেশন কেনো চেঞ্জ করবেন:

আপনাদের বিভিন্ন কারণে আপনার ফোনের লোকেশন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। লোকেশন চেঞ্জ করে আপনি আপনার বন্ধুদের বোকা বানাতে পারেন। এবার অনেক সময় হ্যাকারদের সাথে য্যামেলা হয় ফলে তারা আপনাকে ট্রাক করতে যেনো না পারে যখন আপনারা লোকেশন চেঞ্জ করে রাখতে পারেন। A ছাড়াও আরো অনেক কারণে লোকেশন চেঞ্জ করার প্রয়োজন হয়।

তো চলুন শুরু করা যাক।

প্রথমে play store থেকে এপসটি ডাউলোড করে নিন:

তারপর ইনস্টল করুন,ইনস্টল হয়ে গেলে ওপেন করুন:

Storage permission allow দিয়ে কন্টিনিউ করুন:

তারপর ওদের নীতিমালা পরে নিয়ে okay ক্লিক করুন।

তারপর আপনার ফোনের developer options এ প্রবেশ করুন:

সেখান থেকে “mock location” এ “fake gps” সিলেক্ট করুন:

এবার আপনার কাজ পুরোপুরি শেষ। এবার fake gps অ্যাপসটি ওপেন করুন। এবং যে লোকেশন চান সেই লোকেশন এ যেয়ে নিয়ে paly button এ ক্লিক করে দিন।

ব্যাস এবার আপনাদের কাজ শেষ। চেক করে দেখুন আপনার লোকেশন চেঞ্জ হয়েছে। Proof:

আশা করছি বুঝতে পারছেন।

আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্য কমেন্ট করে জানাবেন।

ভালো লাগল আপনার বন্ধুদের share kore জানার সুযোগ করে দিবেন।

খোদা হাফেজ।

Related Posts

8 Comments

  1. ভালো তবে এটা কতদুর কার্যকরী সেটাই দেখার বিষয়

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.