রাতের বেলা কখনো এই গেমটি একা খেলবেন নাহ !

আসালামুওলাইকুম ভিউয়ারস কেমন আছেন আপনারা ? আশা করি ভালোই আছেন।
মহান আল্লাহতায়ালার রহমতে আমিও ভালো আছি।

দৈন্দিন জীবনে মোবাইলে গেম খেলতে কে না পছন্দ না করে। অনেকে অনেক রকম গেম খেলতে পছন্দ করে কেউ একস্যান গেম খেলতে পছন্দ করে কেউ আবার রেসিং গেম খেলতে পছন্দ করে। এক একজন এক রকম মানুষ এক এক রকম গেম খেলতে পছন্দ করে। কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন রকম ভৌতিক গেম খেলতে পছন্দ করে। আজকের কন্টেন্ট টি মূলত তাদের জন্যই

আজকে আমরা যে গেমটি নিয়ে কথা বলব সেটি হলো Five nights at Freddy’s এই গেম টি যারা খেলেছেন তারা বলতে পারবেন এই গেমটি কেমন।

এটি অত্যান্ত ভৌতিক একটি গেম। এই গেমটি ডেভেলোপ করা হয় ২০১৪ সালের ৪ আগস্ট। এই গেমটিতে আপনাকে ৫টা রাত সার্ভাইব করে বেঁচে থাকতে হবে। অর্থাৎ প্রতি রাত ১২টা থেকে ভোঁর ৬টা পর্যন্ত সার্ভাইব করে আপনাকে বেঁচে থাকতে হবে। এখানে আপনার ক্যারেক্টার হলো
একটি ছোট বাচ্চার, যে কিনা একটি বাড়িতে আটকিয়ে গেছে। আর এই বাড়িতে বিভিন্ন যান্ত্রিক পুতুল থাকবে যা অকেজো হয়ে গিয়েছে। এই পুতুল গুলো বানানো হয়েছিল ছট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য।

কিন্তু যান্ত্রিক গলোঞ্জকের কারনে যান্ত্রিক পুতুল গুলো সক্রিয় হয়ে ওঠে। সক্রিয় হয়ে এরা বাচ্চাদের মেরে ফেলার চেষ্টা করে। এই কারনে ওই বাড়িতে যত মানুষ ও বাচ্চারা থাকে তারা সবাই পালিয়ে যায়। শুধু আটকা পরে যান আপনি। এখন আপনাকে যে করেই হোক এই বাড়ি থেকে
বেঁচে বের হতে হবে। শুনতে সহজ হ্লেও গেমটি অত্যান্ত কঠিন।

গেমটি এন্ড্রয়েড ফোন ও পিসি দুইটি প্লাটফর্মেই এভেইলেবেল রয়েছে। তাই আপনার যদি ভৌতিক গেম খেলার প্রতি আগ্রহ থাকে তাহলে আপনি এই গেমটি খেলতে পারেন।

কিন্ত দুর্বল চিত্তের মানুষরা এই গেমটি খেলবেন নাহ।

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.