এখন রবি দিচ্ছে ৪জিবি ইন্টারনেট প্যাকেজ আরো বেশি মেয়াদে ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন। আজকে আলোচনা করবো, রবিতে ৪ জিবি ৩০ দিন মেয়াদে কী ভাবে পাবেন। তাহলে আসুন জেনে নি।
কী বিশ্বাস হচ্ছে না তো, জানি হবে না। আর আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনি আপনার রবি অফিসিয়াল কম্পানি থেকে আসা এসএমএস চেক করেন। যদি এসএমএস না আসে আপনি *৯৯৯# চেক করে ওখানে পাবেন যদি না পান, আরেকটা ওপাই আছে।
Robi.com ক্লিক করুন এবং ভিজিট করে রবি ওয়েবসাইটে মাই ওফারে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিন, এখন আপনার সকল ওফার দেখতে পারবেন সব নতুন, নতুন ওফার। তার পরও যদি এই ওফারের বিস্তারিত না পান,আরেকটি উপায় আছে। রবি চ্যাটে ক্লিক করে ওই ওয়েবসাইটের ডান পাশে পাবেন মেসেজ স্টিকার ওখানে ক্লিক করুন এখন আপনার নাম এবং নাম্বার ও জিমেইল দিয়ে কানেকশন করুন, বাংলাই ক্লিক করুন যাতে আপনি বাংলা আলোচনা করতে পারেন।
এখন আপনার প্রশ্নটি কাস্টোমারকে জানান। এবং পেয়ে যাবেন আপনার সকল সমাধান। যাক অনেক কথা বলে ফেললাম এখন কাজের কথায় আসা যাক।
আপনাকে ৪জিবি ইন্টারনেট প্যাকেজটি নিতে হলে, আপনার সিমে ১২০ টাকা থাকতে হবে। এই ওফারটি নিতে *212*81# ডায়াল করুন তার পর আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি ওফার টি পেয়েছেন কিনা। ব্যালেন্স চেক করতে *৩# ডায়াল করুন, অথবা *8444*88#
এই ওফারটি চলবে সিমিত সময়ের জন্য তাই দেরি না করে এখুনি কিনে ফেলুন। বিশেষ কথা হলো এই ওফারটি আমি পেয়েছি যাতে আপনাদেরও কিছু উপকার হয় । যদিও এই ওফারটি সবাই পাবেন না ।

Ok
❤️
জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/
Ok
oo
ok