যে সাইটে আপনাকে কাজ করাবে ঠিক হয় কিন্তু টাকার বেলায় ছাই .

প্রতিদিন 20 হাজার টাকা ইনকাম করুন একটি মাত্র ওয়েবসাইট থেকে কিন্তু একটি টাকাও আপনি তুলতে পারবেন না তাহলে কেমন হয় বলুনতো এমন অবস্থায় কি আপনিও পড়েছেন বা পড়তে চলেছেন কিনা জানেন কি ? আসুন জেনে নেই কিছু fake ওয়েবসাইট যেগুলো আপনাকে বলবে আপনি এত টাকা পাবেন বা এত টাকা পাবেন কিন্তু আপনাকে একটি টাকাও দেবে না আসুন পরিচিত হই এইরকম কিছু ওয়েবসাইটের সাথে ।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন সুস্থ আছেন । আমি সেলিম হোসাইন আপনাদের সাথে পুরো পোস্ট জুরে , আশা করি আপনাদের ভালো লাগবে আজকের আমার এই সাধারণ পোস্ট যদি ভালো লেগে থাকে এবং কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমার পোস্টে একটি কমেন্ট করবেন এবং কোন কিছু জানানোর থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ।

এই করোনাভাইরাস এর সময় আমরা অনেকেই বাসায় বসে আছি এবং অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকে , কিভাবে ইন্টারনেট থেকে সহজে আয় করা যায় কোন ধরনের কাজ না করে ? অথবা অনেকে সার্চ করে থাকেন যে , কিভাবে ভিডিও দেখে আয় করা যায় ? অথবা অনেকে সার্চ করে থাকেন এভাবে যে , কিভাবে এড দেখে আয় করা যায় এবং অনেকেই বিভিন্নভাবে সার্চ করে থাকেন যা একে একে বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে ।

আজকে আমি আপনাদের সামনে একটি ওয়েবসাইট নিয়ে কথা বলব । যে ওয়েবসাইটটা আপনাকে লোভনীয় কিছু অ্যাড দিবে এবং আপনি তাদের প্রছেস দেখে মনে করবেন। যে এটা আসলেই আপনাকে টাকা প্রদান করবে । কিন্তু না তারা আপনাকে একটি কানাকড়িও দিবে না বরং আপনাকে নিয়ে তারা কাজ করে নিবে এবং আপনার 10 থেকে 15 দিন পর একাউন্ট বন্ধ করে দেবে এগুলো বেশিরভাগ বিদেশি ওয়েবসাইট পাওয়া যায় ।

সেইরকম আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব । আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে এটা হয়তো আমাকে টাকা প্রদান করবে না । এই কারণে আমি সেখানে মাত্র লগইন করেছিলাম কিন্তু তেমন কোন কাজ করি নাই, ওমা! দশ দিন পর দেখি আমার একাউন্টে লগইন হয় না । আমি আমার এক বড় ভাইকে রেফার করেছিলাম তিনি সেখানে কাজ করছেন প্রায় 100 ডলার তৈরি করেছিলেন । তার পরদিন তিনি আমাকে ফোন দিয়ে বলেন যে সেই ওয়েবসাইটে তো এখন আর প্রবেশ করা যায় না ফরগেট পাসওয়ার্ড দিলেও কোনো কাজ হয় না এবং আপনি যদি সেখানে সাইনআপ করতে চান তাহলে আপনার কাছে কোন ভেরিফিকেশন মেসেজ আসে না ।

বকবক তো মেলা করলাম তাহলে এবার আসুন জেনে নেই সেই ওয়েবসাইট এর নাম । এটা এমন একটা ওয়েবসাইট যেটা এক নামে পরিচিত নয় , সেই কারণে আমি আপনাকে এটার একটা ইমেজ দিচ্ছি , বিভিন্ন নামে এই ওয়েবসাইট টা পরিচিত আছে । আপনি যখন কাউকে রেফার করবেন তখন আপনি দেখতে পাবেন । আপনি যে ওয়েবসাইট হিসেবে এবং আপনার রেফারেল এ যে সাইন আপ করেছে তার অন্য একটি ওয়েবসাইট এসেছে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের হোমপেজ একই ধরনের তাই আমি আপনাকে হোমপেইজের একটা ইমেজ দিচ্ছি —

online earning money
online earning money

তাহলে , বন্ধুরা! আজকে যদি আমাদের পোস্ট থেকে কিছু শিখতে পারেন বা জানতে পারেন অথবা আপনার যদি কোন বিষয় পরিষ্কার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমাদের পোস্টে ধন্যবাদ সকলকে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ।

Related Posts

12 Comments

    1. এই সাইটে কাজ করুন । আরও বেশি ইনকাম হবে । লিংক নিচে –
      লিংক ১ – http://earningpoint.club/ref?ref=940
      লিংক ২ – https://binaryhole.com/earning/refer/01914469113

  1. একদম হারামি একটা সাইট। আমি এদের বিরুদ্ধে কমপ্লেইন করেছি।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.