মোবাইল হ্যাং হলে কি করবেন এবং ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ উপায়

বিংশ শতাব্দীতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা একটু বেশি। স্মার্টফোন ছাড়া সারাদিন চলা কঠিন। কিন্তু মাঝে মাঝে আমাদের ফোনে কিছু সমস্যা হয়। সবচেয়ে বেশি আলোচিত সমস্যা হল মোবাইল হ্যাং হওয়া। এটা পড়তে বিব্রতকর। আজ আমরা শেষে জানব কিভাবে ইউটিউব এর ভিডিও সরাদরি ডাউনলোড করবেন।

মোবাইল হ্যাং হলে কি করবেন এবং মোবাইল হ্যাং কেন হয়?

1. আপনি আপনার ফোন স্টোরেজ বা মেমরি যতটা সম্ভব খালি রাখুন।
2 . একটি অ্যাপের কতটা স্টোরেজ স্পেস আছে তা জানতে, আপনি আপনার যেকোনো একটি অ্যাপ টিপুন এবং ধরে রাখুন এবং তারপরে “অ্যাপ তথ্য” এর মতো একটি টেক্সট আসবে। সেখানে ট্যাপ করার পরে, “storge uses” বা “storge” এ ক্লিক করুন। সেখানে আপনি “ক্লিয়ার ক্যাশে” এখানে ট্যাপ দেখতে পাবেন কিন্তু “ক্লিয়ার ডেটা” চাপবেন না। এখান থেকে আপনার ফোনের মেমরি অনেকটাই ফ্রি হবে এবং আপনার মোবাইল হবে আগের থেকে অনেক ফাস্ট।

3. কখনই আপনার মোবাইল চার্জ 20% এর নিচে আনবেন না। এবং এটি চার্জ করবেন না। এটা আপনার মোবাইলের জন্য ক্ষতিকর।
4. আপনার মোবাইল থেকে অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে দিন।
5. আপনার মোবাইলে কম GB RAM থাকলে, আপনি বিভিন্ন অ্যাপের লাইট সংস্করণ ব্যবহার করতে পারেন।
6. ব্যাকগ্রাউন্ডে খুব বেশি অ্যাপ রাখবেন না।

7. দিনের মধ্যে একদিন আপনার মোবাইল রিস্টার্ট বা রিবুট করুন।
৮. কোনো অ্যাপ অপ্রয়োজনীয় হলে তা মুছে দিন। অপ্রয়োজনীয় অ্যাপ দিয়ে মোবাইলের মেমরি পূর্ণ রাখবেন না।
9.  মোবাইলের মেমরির তুলনায় ভারী অ্যাপ্লিকেশন, গেম খেলার সময় মোবাইল হ্যাং হয়ে যায়।
10. আপনার মোবাইলে কিছু ভুল হলে, আপনি আপনার মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে তা ঠিক করতে পারেন। মনে রাখবেন তারা এই জিনিসগুলিতে খুব ভাল।

উপরের কাজগুলো করার পরও যদি আপনার মোবাইল হ্যাং হয়ে যায় তাহলে আপনার মোবাইলে টেকনিক্যাল ত্রুটি আছে। আমরা আগেই বলেছিলাম আজ আমরা দুটি বিষয় সম্পর্কে জানব। তাহলে জেনে নেয়া যাক কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করবেন-

এই অ্যাপ্লিকেশনে আপনারা যে সুবিধাগুলো পাবেন:

১. ইউটিউব এর ভিডিও ডাইরেক আপনার মেমোরিতে ডাউনলোড করতে পারবেন (যেগুলো ভিডিও ডাউনলোড অপশন অফ থাকে সেগুলো ভিডিও ও ডাউনলোড করতে পারবেন) ইউটিউব এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনলে এই সুবিধাটি পাওয়া যায় সেটা এই অ্যাপস এ ফ্রীতে পাবেন।

২. যেকোনো ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারবেন এমনকি যদি আপনার ডিসপ্লে অফ থাকে তাহলেও সেটা অডিও হিসাবে বাজবে। (অডিও গান শোনার জন্য এটা খুবই অসাধারণ অপশন)।

৩. যেকোন  ভিডিও অডিও করে ডাউনলোড করতে পারবেন। যেটা ইউটিউব এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে। এটাও একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

তো চলুন শুরু করা যাক:

প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন,আমি গুগল ক্রম ওপেন করলাম। এবার সার্চবারে টাইপ করুন save from net.  তারপর সার্চ বারের প্রথম লিঙ্কে ক্লিক করুন। আপনি যে ভিডিও টি ডাউনলোড করতে চান সেটির লিঙ্ক এখানে প্রবেশ করান। আপনি এখান থেকে শুধু ইউটিউব নয় ফেসবুক সহ যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারেবেন। লিঙ্ক প্রবেশ করানোর পর ঔখানে Download বাটনে ক্লিক করুন। তারপর সেটি আপনার ক্রোম ব্রাউজারের Download অপশনে ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনি একি পদ্ধতি ব্যবহার করে y11video downloader ব্যবহার করতে পারেন।

প্রিয় ভাই,এইটা আমার প্রথম পোস্ট তাই কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। তো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে আমি চেষ্টা করবো আপনাকে রিপ্লাই করার।

আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রকম টেক সম্মন্ধে আর্টিকেল পেতে Grathor.com সাইট এ নিয়মিত ভিজিট করুন।

Related Posts

15 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.