মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে মোবাইল দিয়ে আয় করা যায়৷ তোমরা যদি ইউটিউবে সার্চ দাও( how to earn money online) তাহলে তোমরা অহরহ হাজার হাজার ভিডিও পেয়ে যাবে কিন্তু একটা নিশ্চিন্তে বলা যায় যে এই খানে 95 শতাংশ ভিডিও মিথ্যা বা ফেইক৷ আজ আমি আপনাদের মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ২০২২ সালের দুটি টিপস দিব।

লাইন থেকে দুইভাবে আয় করা যায়ঃ-

প্রথমতঃ- অ্যাপ থেকে আয়৷  হুম অ্যাপ থেকে আয় করা যায়৷ প্লে স্টোরে বাংলাদেশি অনেকে পেয়ে যাবেন যেখান থেকে আপনি টাকা আয় করতে পারবেন৷ তবে এটা ভাববেন না যে একটা অ্যাপ থেকে আপনি হাজার হাজার টাকা আয় করতে পারবেন৷  দিনে আপনি প্রায় 50 থেকে 60 টাকা আয় করতে পারেন৷

কিভাবে অ্যাপ থেকে আয় হয়?

আসলে অ্যাপ থেকে এড দেখে হয়৷ আপনি একটা এড 3 থেকে 4 সেকেন্ড দেখবেন এর বিনিময়ে আপনার একাউন্টে কিছু পরিমাণ পয়েন্ট যোগ হবে৷  এভাবে এড দেখে থাকলে আপনার একাউন্টে টাকা যোগ হতে থাকবে৷  তারপর এই পয়েন্টগুলো টাকা কনভার্ট করে বিকাশে অথবা নগদে দিতে হয়৷ কিন্তু এটা মনে রাখতে হবে যে এরকম অনেক অ্যাপ ভুয়া হয়৷  কারণ এই অ্যাপ গুলো চালাতে কোন লাইসেন্স লাগে না তাই তাই অ্যাপের এডমিনরা নিজেরা ঠিকই ইনকাম করে কিন্তু ইউজারদেরকে টাকা দেয় না৷

দ্বিতীয়তঃ ওয়েবসাইট থেকে আয় করা যায়৷ ওয়েবসাইট অনেকভাবে আয় করা যায়৷  যেমনঃ- এড দেখে, ক্যাপচা পূরণ করে, লেখালেখি করে, লিংক শর্ট করে, ইউটিউবিং করে, ব্লগিং করে, সিপিএ মার্কেটিং করে, like-follow দিয়ে ইত্যাদি৷  তাছাড়া মাইক্রো সাইটগুলোতে ছোট ছোট কাজ করে দৈনিক 5 থেকে 10 ডলার আয় করা যায়৷  কিন্তু এইসব মাইক্রো সাইটগুলোতে কাজ করতে অনেক ধৈর্যের প্রয়োজন৷ আপনাকে মনে রাখতে হবে অনলাইন জগত থেকে আয় করতে ধৈর্যশীল হতে হবে৷

আবার ফেসবুক থেকে আয় করা যায় অনেকেই ফেসবুকে ব্যবসা করছেন, অনেকে পণ্য বিক্রি করে আয় করছেন, অনেকেই লেখালেখি করে৷ আবার অনেকেই ভিডিও তৈরি করে৷ কিন্তু যারা অনলাইনে নতুন  আমার মতে তারা ক্যাপচা এন্ট্রি করে কিংবা লেখালেখি করে আয় করতে পারেন।

লেখালেখি করার আরও একটা দুর্দান্ত সাইট হল grathor.com এই সাইটে আপনি লেখালেখি করে কমেন্ট করে পোস্ট করে অন্যের পোস্ট পড়ে ইনকাম করতে পারবে তারা 100 পার্সেন্ট ন্যায়পরায়ণতার সাথে পেমেন্ট দেয়৷ ক্যাপচা পূরণ করার একটি সাইট হল capcha typers৷ সাইটে আপনি ক্যাপচা পূরণ করে আয় করতে পারবেন৷ এই সাইটে কাজ করলে আপনি দৈনিক 5 থেকে 6 ডলার আয় করতে পারেন ১০০% পেমেন্ট দেয়৷  যারা নতুন তারা এই সাইটে কাজ করতে পারেন৷  এটা খুবই সহজ  শুধু ক্যাপচা পূরণ কর৷

তো আজকে এই পর্যন্তই৷  অন্য আর্টিকেলে  রিয়েল সাইট গুলো নিয়ে আলোচনা করা হবে৷ আসসালামু আলাইকুম৷ সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন৷ আল্লাহ হাফেজ৷

Related Posts

16 Comments

  1. অনলাইন ইনকাম ব্লগিং করে ইনকাম এসিও সম্পর্কে জানতে নিচে লিংকে গিয়ে সিখে আসতে পারেন করুন http://www.hilplife.xyz

  2. https://grathor.com/%e0%a7%ab%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a6-2/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.