মোবাইলে গেম খেলে সহজেই ইনকাম

আপনারা যারা ঘরে বসে আছেন কিন্তু ইনকামের কোন রাস্তা খুজে পাচ্ছেন তারা খুব সহজেই স্মার্ট ফোন দিয়ে ইনকাম করতে পারবেন। বর্তমানে স্মার্ট ফোনের অ্যাপের মাধ্যমে আপনি প্রতিদিন ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ঘরে বসেই। এইজন্য আপনাকে স্মার্ট ফোন ও অ্যাপ সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে।

আপনার প্রশ্ন থাকতে পারে আপনি স্মিার্ট ফোন দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন। এইজন্য আপনার কাছে একটি ভাল মানের স্মার্ট ফোন থাকতে হবে, দ্রুত গতির ইন্টারনেট সংযোগ, ভিপিএন ও নিজস্ব মনোবল। এই চারটি জিনিস হলো স্মার্ট ফোন দিয়ে ইনকামের চাবি। এছাড়াও আপনাকে ইনকাম করার অ্যাপ সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে। আপনি গুগল প্লে-স্টোরে অনলাইন আরনিং লিখে সার্চ করলে অসংখ্য অ্যাপ পেয়ে যাবেন।

স্মার্ট ফোনের ইনকাম অ্যাপ:

  • টাকা ইনকাম (Taka Income)
  • অল ইনকাম বিডি (All Income BD)
  • আরনিং হাউস বিডি (Earning House BD)
  • বিডি আরনিং (BD Earning)
  • অনলাইন আরনিং বিডি (Online Earning BD)
  • ইসি মানি বিডি (Easy Money BD)
  • টাস্ক টাকা (Task Taka)

প্লে-স্টোরের এই অ্যাপগুলো দিয়ে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই। এই অ্যাপগুলো দিয়ে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন হইতো আপনার মনে প্রশ্ন থাকতে পারে। অ্যাপগুলো পরিচালনা করা খুবই সহজ। আপনাকে প্রথমে আপনার স্মার্ট ফোনে অ্যাপ ইনস্টল করতে হবে। অবশ্যই ভিপিএন খোলা রাখতে হবে। ‍

পরবর্তীতে আপনি খুব সহজেই অ্যাপ দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। অ্যাপের ভেতর বিভিন্ন ধরণের কাজ আছে যার মাধ্যমে আপনি প্রতিদিন ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজেই।

অ্যাপের ভেতরে কি করবেন:

  • স্পিন করে পয়েন্টস্ ইনকাম
  • কার্ড ঘোসে ইনকাম
  • ভিডিও দেখে ইনকাম
  • রেফারের মাধ্যমে ইনকাম
  • ওয়েবসাইট ভিজিটে ইনকাম

অ্যাপের ভেতর এই কয়েকটি কাজ করে আপনি প্রতিদিন পয়েন্টস্ ইনকাম করতে পারবেন। স্পিন করে আপনি সর্বোচ্চ ১০ পয়েন্ট পাবেন। কার্ড ঘসে পাবেন ৫০ পয়েন্ট। ভিডিও দেখে পাবেন ১০ পয়েন্ট। ওয়েবসাইট ভিজিটে পাচ্ছেন ২০ পয়েন্ট ও রেফার করে পাবেন ৫০০ পয়েন্ট। আপনার প্রশ্ন থাকতে পারে কত পয়েন্টে কত ডলার পাবো।

সেইক্ষেত্রে আপনি ১০০০০ পয়েন্টে পাবেন ৫ ডলার, ১৫০০০ পয়েন্টে পাবেন ১০ ডলার এবং ২৫০০০ পয়েন্টে পাবেন ২০ ডলার। এইজন্য আপনাকে প্রতিদিন অ্যাপে লগইন করে ট্যাস্ক পূরণ করে দিতে হবে এবং তৎক্ষণাত আপনি সেখান থেকে পয়েন্টস্ ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনার যদি পরিচিত বন্ধু-বান্ধব থাকে সেইক্ষেত্রে আপনি রেফার করে প্রতিদিন ১০০ টাকা থেকে ২০০ টাকা ইনকাম করতে পারবেন।

পেমেন্ট আপনি সরাসরি বিকাশ, নগদ ও রকেটে উইটড্রো দিতে পারবেন। এইজন্য ঘরে বসে না থেকে আজই আপনার স্মার্ট ফোনের মাধ্যমে ইনকাম করা শুরু করুন।

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.