Cheap price backlink from grathor: info@grathor.com

মেঘলা বিকেল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি

বিকেল বেলার সূর্যাস্ত ও মেঘলা আকাশ নিয়ে কবিতা, গল্প, উপন্যাস এর রয়েছে সমাহার। বিকেলে ঠিক গোধূলি বেলায় একাকীত্বের হয়ে অনুভূতি সেটা অবশ্য বলে বুঝানো সম্ভব নয়। মেঘলা বিকেল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি –

Marketing

আমার মতে গোধূলি হচ্ছে আমাদের জন্য বিকেলের দেওয়া একটি উপহার। এই উপহারটি খানিক এর জন্য আমাদের কাছে ধরা দেয়। এই খানিক এর মধ্যেই জুড়ে থাকে বিভিন্ন অনুভূতি। আজ আমি আপনাদের সাথে মেঘলা আকাশ এবং গোধূলি বেলার সূর্যাস্ত সম্পর্কে কিছু অনুভূতি শেয়ার করবো। চেষ্টা করবো খানিক সময়ের জন্য আপনাদের সেই কল্পনার জগতে নিয়ে নিতে।

বিকেল বেলার সূর্যাস্ত ও মেঘলা আকাশ নিয়ে নানান কথা এবং অনুভূতিঃ

১) মনে আছে কি তোমার
সেই পড়ন্ত বিকেল বেলার কথা,
প্রথম যেদিন হয়েছিল
তোমার আর আমার দেখা। (উচ্ছাস বড়ুয়া অন্তু)
২) এই গোধূলির কাছাকাছি তুমি এর আমি পাশাপাশি,
সূর্যাস্ত দেখার তরেই তো এভাবে ছুটে আসি।

৩) সূর্যাস্তের এই ক্ষণস্থায়ী মুহুর্তের জন্য অন্য সমস্ত কিছু বন্ধ করার উপায় রয়েছে কি? (We Dream of Travel)
কিছু সময়ে, আমি সূর্যাস্তকে দিনের শেষ হিসাবে দেখা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু পরিবর্তে, রাতের শুরু..
৪) একাকীত্বের জন্য মানসিক চাপে রয়েছেন,
বাসায় বসে থেকে আর ভালো লাগছে না,
অন্যান্য মানসিক কোনো চাপে আছেন?
ডক্টর এর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, গোধূলি বেলায় স্বাদ গ্রহণ করুন। দেখবেন আপনার মন অনেক হালকা হবে। আর এইটাই হচ্ছে প্রকৃতির মায়া।

৪) ধরো যদি, কোন একদিন হটাৎ নেমে এলো সন্ধ্যে,
গৌধুলির ছোঁয়ায় মেতে তুমি আর আমি,
অনুভূতি এমন যা ছুঁয়ে দেখার নয়, কিংবা বলার মত নয়।
৫) ধরো যদি, কোনো একদিন গোধূলিতে তোমার আমার হটাৎ দেখা, সেদিন তুমি কি আমায় মেনে নেবে আবার আগের মত করে?
৬)মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে। (রবীন্দ্রনাথ ঠাকুর)

৭) এক রাত্রে মেঘের মধ্যে দিয়ে একটি তারা যাচ্ছিল, এবং আমি তারাকে বললাম, ‘আমাকে গ্রাস করো’। (Virginia Woolf)
৮) বিশ্রাম অলসতা নয়, এবং গ্রীষ্মের দিনে কখনও কখনও গাছের নীচে ঘাসের উপর শুয়ে থাকা, জলের গোঙানি শোনা, বা আকাশ জুড়ে মেঘের ভেলা দেখা কোনওভাবেই সময়ের অপচয় নয়, এটা এক প্রকার অনুভূতি। (John Lubbock)
৯) এক সেকেন্ডের জন্য আমি মেঘের প্রায় ঈর্ষান্বিত হয়েছিলাম। আমি যখন তার পাশেই ছিলাম তখন কেন সে পালানোর জন্য তাদের দিকে তাকিয়ে ছিল? (Kamila Shamsie)
১০) আকাশে মেঘের সাথে আমাদের মনের ভাবনাগুলো খুব সাদৃশ্যপূর্ণ!

মেঘলা আকাশ এবং সূর্যাস্তের কিংবা গোধূলির নামাজ মুহুর্ত এইভাবে বিমোহিত করে যায় আমাদের। এগুলো আমাদের সবার জন্য স্মৃতি এবং অনুভূতি।

Related Posts

1 Comment

Leave a Reply