উত্তরঃ মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান গুলো হলো শর্করা, আমিষ, স্নেহ, খনিজ, পানি, ভুটামজট সুষম মুরগির জন্য অত্যাবশ্যকীয় খাবার।
মুরগির পুষ্টির উৎস হিসেবে ব্যবহৃত বিভিন্ন খাদ্য উপকরণের তালিকা নিচে দেওয়া হলঃ
১.শর্করাঃ গম, ভুট্টা, চালের খুদ, চালের গুড়া, গমের ভূষি ইত্যাদি।
২.আমিষঃ শুটকি মাছের গুড়া,সয়াবিন তেল, তিলের খৈল,সরিষার খৈল ইত্যাদি।
৩.স্নেহঃ সয়াবিন তেল,সরিষার তেল,তিলের তেল ইত্যাদি।
৪.খনিজঃ খাদ্য লবন, হাড়ের গুড়া, ঝিনুক ও শামুকের গুড়া, ভিটামিন, খনিজ মিশ্রণ।
৫.ভিটামিনঃ শাক সবজি, ভিটামিন মিশ্রণ ইত্যাদি।
৬.পানিঃ টিউবয়েল ও কূপের বিশুদ্ধ পানি।

Wow
nice
Hmm
ooh
Wow
nice post
nice