মাইক্রো ফ্রিল্যান্সিং জব করে প্রতিদিন আয় করুন ৪-৫ ডলার

ইন্টারনেটের কল্যাণে এখন প্রায় সবাই অনলাইন নির্ভর হয়ে পড়েছে। একইসাথে সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়া গুলোতে মানুষের সক্রিয় থাকার সংখ্যাও বেড়ে যাচ্ছে।

ইন্টারনেটের এই সুবিধাকে কাজে লাগিয়ে যদি আপনি ভালো কিছু করতে আগ্রহী হন তাহলে আপনার জন্য অবশ্যই সেই সুযোগটি রয়েছে। সময়ের পর সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় না করে ছোট ছোট কিছু কাজ করে আপনিও চাইলে অনলাইন দ্বারা নিজের উপার্জন ক্যারিয়ার শুরু করতে পারেন। তবে অনলাইনে অর্থ আয় করতে গিয়ে ধোঁকা খেয়েছে এমন মানুষের সংখ্যা কম নয়। সঠিক ধারণা না থাকায় তারা প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন। তবে আজকে আমরা মাইক্রো ফ্রিল্যান্সিং জব বিষয়ে আলোচনা করবো। বিষয়টা অনেকের কাছে চেনা হলেও আমার মনে হয় অনেকে এটির সম্পর্কে জানেন না। মাইক্রো জব সাইটগুলোতে আপনি নিজের পার্টটাইম সময়ে যেকোনো কাজ করে আয় করতে পারেন। তবে Micro Job বিষয়টা কি জেনে নেই আগে।

মাইক্রো ফ্রিল্যান্সিং জব কি?

Micro মানেই হচ্ছে ছোট কিছু, আর Freelancing মানে মুক্ত বা স্বাধীন পেশা অর্থাৎ যেকোনো কাজ, Job মানে চাকরি। তারমানে Micro Freelancing Job এর মানেটা হলো এখানে আপনি ছোট ছোট বিভিন্ন কাজ নিজের পার্ট টাইম সময়ে করতে পারবেন। এখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, যেকারনে এটি এক প্রকার ফ্রিল্যান্সিং কাজের মতই। সহজ ভাষায় বলি, Micro Freelancing Job বলতে বিভিন্ন ছোট ছোট টাস্ক বা অ্যাকশন পূরণ করে আয় করার প্রক্রিয়াকে বুঝায়। Micro Freelancing Job গুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট দ্বারা করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি একটি নতুন অ্যাপ প্লে-স্টোরে পাবলিশ করেছেন। এখন আপনার শুরুতে অ্যাপটির ডাউনলোড করানোর প্রয়োজন।

এক্ষেত্রে আপনি বিভিন্ন মাইক্রো জব সাইটে আপনার অ্যাপটি দিলেন ডাউনলোড এর জন্য। অর্থাৎ ঐ ওয়েবসাইটে আশা ট্রাফিক আপনার অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এবং এই ডাউনলোড এর বিনিময়ে আপনি তাদের কিছু পে করছেন। উদাহরণ স্বরূপ ধরুন একটি অ্যাপ ডাউনলোড বাবদে ১ ডলার করে দিচ্ছেন। ওয়েবসাইটের মালিকরা তাদের সাইটে যারা মাইক্রো জব কাজ করছে তাদের পেমেন্ট উইথড্র করার সময় নির্দিষ্ট কিছু কমিশন কেটে রাখছে, এটাই মূলত তাদের লাভ। বিভিন্ন কোম্পানি কতৃক নানান ছোট ছোট কাজ আপনি Micro Job ওয়েবসাইটগুলোতে পাবেন।

মাইক্রো জব গুলোতে কি কি কাজ পাবেন?

এই ধরনের সাইটে আপনি বিভিন্ন ছোট ছোট কাজ পাবেন। যেমন;
App Download
Review
YouTube Subscribe
YouTube Video Watch
Sing up
Survey ইত্যাদি।
এখানে সুবিধা হলো আপনার কাজের কোনো অভাব হবে না আপনি অনেক ছোটখাটো কাজ এখানে পেয়ে যাবেন।

কেন আপনি Micro Freelancing Job করবেন?

এখনকার সময়ে আমরা সবাই আমাদের মূল্যবান সময়টা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যয় করি। কিন্তু যদি আপনি সোশ্যাল মিডিয়াতে সময় না দিয়ে micro Job ওয়েবসাইটগুলোতে কিছু ছোটখাটো টাস্ক পূরণ করে কিছু টাকা আয় করেন তাহলে সেটি আপনার কাজে দেবে। একইসাথে আপনি এই ধরনের কাজ করতে করতে ভালো কিছু শিখে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন।

Micro freelance job করতে কি কি প্রয়োজন?
১) একটি মোবাইল/ল্যাপটপ/কম্পিউটার
২) ইন্টারনেট সংযোগ
৩) কাজ করার ধৈর্য্য

কিছু বিশ্বস্ত Micro Job Website:
Rapidworkers
Microworkers
Picoworkers
Fiverr
Amazon Machanicle Turk

সর্বশেষ পরামর্শ:
বন্ধুরা আজকে আমরা মাইক্রো ফ্রিল্যান্সিং জব করে আয় করার বিষয়ে জানলাম। আশা করি আপনাদের বিষয়টা বুঝাতে সক্ষম হয়েছি।
আর এই ধরনের কাজ করে মোবাইল দিয়ে আপনারা প্রতিদিন অন্তত ৪-৫ ডলার অনায়াসে আয় করতে পারবেন।
আর্টিকেল বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে মন্তব্য করবেন। আল্লাহ হাফেজ

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.