মহাদেব সাহা: প্রেমের কবিতা সৃষ্টিতে যিনি এক অনবদ্য জাদুকর

যুগে যুগে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন অনেক কবি ,সাহিত্যিক ,জ্ঞানী ,গুণী ব্যক্তিত্ব। বিভিন্ন কবির লেখার আঙ্গিক বিভিন্ন রকমের। কেউ গল্প লিখতে ভালোবাসেন,কেউবা উপন্যাস আবার কেউ লিখতে পছন্দ করেন কবিতা।
কবিতা এমন এক জায়গা যেখানে খুব স্বল্প সময়ে, মনের সমস্ত গভীরতা ও অনুভূতি ব্যক্ত করা যায় খুব সহজেই। আর কবিতায় যদি প্রেমের উপাখ্যান আর ভালোবাসার ছোঁয়া থাকে তবে তো কথাই নেই।
আজকে আমি এমনি এক কবির কিছু প্রেমের কবিতার সাথে পরিচয় করিয়ে দিবো হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। বলছি স্বাধীনতা পরবর্তীকালে একজন জনপ্রিয় কবি মহাদেব সাহার কথা।
মহাদেব সাহা ১৯৪৪ সালের ৫ আগস্ট পাবনা জেলার ধানঘড়া গ্রামে পৈতৃক বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বগদাধর সাহা এবং মাতা বিরাজমোহিনী। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩ টি।
মহাদেব সাহা প্রেম এবং ভালোবাসা নিয়ে যে গভীরভাবে কবিতা লিখছেন তা অন্য কোনো কবির মধ্যে এভাবে চোখে পড়ে না।তার রচিত একটি কবিতা যা আমার মনে দাগ কেটেছে তা হলো,
“এক কোটি বছর তোমাকে দেখি না”। কবিতা কিছু অংশ তুলে ধরা হলো:
এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল…

কিংবা ,
তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি
ভালোবেসে ফেলি
তোমাকে ছাড়াতে গিয়ে আরো
বেশি গভীরে জড়াই,
যতোই তোমাকে ছেড়ে যেতে চাই
দূরে
ততোই তোমার হাতে বন্দি হয়ে পড়ি,
তোমাকে এড়াতে গেলে এভাবেই
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই।

কবিতার লাইনগুলো পড়লে যেনো অন্যরকম অনুভূতি কাজ করে সব সময়। যেমন-
আমার কাছে কেউ কেউ জানতে চায় পৃথিবীর কোন নারীকে
আমি প্রথম ভালোবাসি
কেউ কেউ জানতে চায় কাকে আমি প্রথম চিঠি লিখি,
কেউ বলে, প্রথম গোপনে কোন নামটি আমি লিখে রেখেছিলাম;
প্রথম আমি কী দেখে মুগ্ধ হই, প্রথম কার হাত ধরি
আমার প্রথম স্মৃতির এই সব প্রশ্নে আমি ঠিক কিছুই
বলতে পারি না, বোকার মতো চেয়ে থাকি।

এছাড়াও তার রচিত অন্যান্য বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে, ” আলিঙ্গন, চিরকুট,তুমি চলে যাবে বলতেই, চিঠি দিও, বেঁচে আছি স্বপ্ন মানুষ, কবিতা ও স্কেচ,অন্তরাল ,চাই না কোথাও যেতে, তোমাকে যাইনি ছেড়ে, তোমার প্রেমিক, না লেখা কবিতাগুলি, মন ভালো নেই ইত্যাদি।”
আপনি যদি কবিতা প্রেমিক হয়ে থাকেন এবং প্রেমের কবিতা পড়তে ভালোবাসেন তবে অবশ্যই একবার হলেও মহাদেব সাহার এই কবিতাগুলো আপনাকে পড়তে হবে । কোনো কারণে মন খারাপ থাকলে কবিতাগুলো আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।
আজকে এই পর্যন্তই আবার অন্যদিন আরেক কবির কবিতা নিয়ে হাজির হবো আপনাদের সামনে।

Related Posts

16 Comments

  1. https://grathor.com/%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8d/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.