নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। আর তাই মেসির বিশ্বকাপে তাকে শেষ একটি উপহার দিতে এবং আরো একবার বিশ্বকাপ মিশন সফল করতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা দল। কিন্তু রাশিয়ায় পা রেখেই শুধু হতাশা আর নিরাশায় ডুুুুবতে হচ্ছে দলটিকে । ঘটনার সূচনা হয়েছিল প্রথম ম্যাচেই। নতুন বিশ্বকাপ খেলতে আসা আইসল্যান্ডের সাথে প্রথম ম্যাচটি ড্র করে ছিল ১-১ গোলেে। অবশ্য মেসি একটি penalty পেয়েও কাজের কাজ কিছুই করতে পারেননি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী ম্যাচ টি ছিল ক্রোয়েশিয়ার সাথে। সেখানে হতাশার চিহ্নটা ছিল তিনগুণ। কেননা এই ম্যাচে আর্জেন্টিনা হেরেছিল ৩-০ ব্যবধানে। আর এখান থেকেই আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ টি চলে যায় অনেকটাই ভাগ্যের হাতে। অন্যদিকে পরপর দুটি ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে চলে যায় ক্রোয়েশিয়া। এখন গ্রুপের দ্বিতীয় কোন দলটি যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সেটি বোঝা যাবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 12 টায়। সেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া এবং আইসল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া । আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচে যদি নাইজেরিয়া জয়লাভ করে তাহলে তারা চলে যাবে সরাসরি পরবর্তী রাউন্ডে। আর যদি আর্জেন্টিনা জয়লাভ করে তাহলে তাদেরকে অপেক্ষা করতে হবে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচটির জন্য । কেননা, এখানে যদি আইসল্যান্ড জয়লাভ করে তাহলে আর্জেন্টিনা ও আইসল্যান্ড এর মধ্যে যে দলের গোল পয়েন্ট বেশি থাকবে সেই দলটি যাবে পরবর্তী রাউন্ডে।
Former England rugby international Danny Cipriani has opened up about his challenging experiences under coach Eddie Jones, criticizing his confrontational…
good
valo post
Nice
nice post
❤️
https://blog.jit.com.bd/a-good-quality-gpu-for-smartphones-4544
Ok
Thanks
nice post