বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের শিরোপা জয়

বিশ্বকাপ ক্রিকেট বিশ্বের প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চ। ক্রিকেট পাগল জাতি হিসেবে বাঙালির খ্যাতি সারা বিশ্বজুরে। কিন্তু সেই ক্রিকেট পাগল জাতিরই এতো দিন জয় করা হয়নি সেই বিশ্বকাপ ট্রফিটি। বাঙালির বিশ্বকাপের বিশ্বজয়ের খ্যাতিই পূরণ করল জুনিয়র টাইগাররা।                          ৯ ফেব্রুয়ারি ২০২০ সাল তারিখটি বাঙালিদের ক্রিকেট ইতিহাসেরর পাতায় লিখা থাকবে অনন্তকাল। ১৯ বিশ্বকাপের ফাইনালের টানটাম উত্তেজনা পূর্ণ ম্যাচে প্রতিপক্ষ ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথম বারের মত ক্রিকেটের বড় মঞ্চে শিরোপা জিতে বাংলাদেশ। বাঙালির এই বিজয়ের মধ্য দিয়ে ক্রিকেটে নিজেদের আগামনী বার্তার জানান দেয় জুনিয়র টাইগার বাহিনী।         রবিবারের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করতে নেমে ভারত করেছে ১৭৭ রান। ১৭৮ রানের জয়ের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ দল নামলেও বৃষ্টির বাগড়া নামে খেলার মাঝে। ফলে ক্রিকেটে ডার্ক লুইসে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৭০। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে পারভেজ হোসেন৷ অধিনায়ক আকবর আলী করেন গুরুত্বপূর্ণ ৪৩ রান।                                   ফাইনাল ম্যাচের চরম উত্তেজনা খেলা শুরু হলেও শুরুতে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। বাংলাদেশি বোলার শরিফুল ইসলাম এবং তানজিম হাসানের সাকিবের  ঝড় গতির বোলিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা।বাংলাদেশি বোলারদের ঝড়গতির বোলিংয়ে ৪৭ দশমিক ২ ওভারেই ভারতকে মাত্র ১৭৭ রানে অলআউট হতে হয়। ৪৩ রানে অপরাজিত থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবার জন্য অধিনায়ক আকবর আলীকে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। যদিও বাংলাদেশের শুরুটা ততটা ভালো হয়নি। শুরুতে উইকেটের ছন্দপতন হয়। তবে জুনিয়র টাইগাররা নিজেদের গেম প্ল্যানে আস্থা রেখে সামাল দিতে থাকেন। অতি বিচক্ষণ আর বুদ্ধিমত্তার জোরে বাংলাদেশ নিজেদের অধরা স্বপ্নকে বাস্তবে পরিণত করে। যে   স্বপ্নকে  লালিত করে এসেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল বহুদিন ধরে।                                                এখন শুধু পরিচর্চা  করার দরকার।ক্রিকেটের এই  যুগে জুনিয়র টাইগাররা আগামী দিনের জাতীয় দলকে সামনে থেলে নেতৃত্ব দিবে। তাই তাদেরকে আরো পরিচর্যার মাধ্যমে আগামী দিনের ক্রিকেট যুদ্ধের জন্য প্রস্তুত করা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে ১৬ কোটি বাঙালিদের আকুল দাবি।

Related Posts

17 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.