বিভাগ হওয়ার পর থেকে নোয়াখালীর উন্নয়নের মাঠে নেমেছে সেনাবাহিনী।

নোয়াখালীর উন্নয়নের সম্ভাবনায় এগিয়ে নিতে খালের উপর অবৈধ স্হাপনা উচ্ছেদ ও বড় বড় প্রকল্পের ওওাবধানে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবি (ইন্জিনিয়ার এন্ড কনস্টাকশান ব্রিগেড)। খবরটি শুনে আমজনতা স্বস্হির নিঃশ্বাস ফেলেছে।

আমরা চাই, সেনাবাগের ছাতারপাইয়া, কানকিরহাট,সেনাবাগ, ছমিরমুন্সীহাট,রাস্তারমাথা ও সেবারহাটবাজারের অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান।

পাশাপাশি একনেকে অনুৃমোদিত ২ শ ৪১ কোটি টাকা ব্যায়ে সেনাবাগ- বসুরহাট-সোনাইমুড়ী প্রধান সড়কের সেনাবাহিনী ২০ ইসিবি কে দিয়ে করানোর বিষয়ে ব্যাবস্হা নেবেন মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এটি এখন সময়ের দাবী।

ইতিমধ্যে, নোয়াখালীতে ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, নোয়াখালী-কুমিল্লা ফোরলেন, চৌমুহানী চৌরাস্তা হতে ফেনীর মহিপাল ফোরলেন, বসুরহাট – সেনাবাগ-সোনাইমুড়ী সড়কের প্রশস্তকরন ও নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভা এবং চাটখিল পৌরসভাকে একিভূত করে সিটিকপোর্রেশন গঠনের প্রক্রিয়াটি এ অঞ্জলের সম্ভাবনাকে জাগিয়ে তুলছে। বাকি থাকবে বিভাগ।অনেকগুলো সম্ভাবনায় বাস্তবনায়ই নোয়াখালী বিভাগ গঠনের প্রক্রিয়া কে ত্বরান্বিত করছে।

এতদঞ্জলের মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় রাজনীতিতে আওয়ামীলীগ – বিএনপি সহ অন্যান্য দলের নেতৃত্ব, ব্যাবসায়ী, সরকারী আমলা, মুক্তিযোদ্ধা, কবি সাহিত্যিক,সাংবাদিক, সাংস্কৃতিকপ্রেমী বোদ্ধা, কৃষক,ধর্মীয় নেতা,বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সহ হাজার হাজার প্রবাসীর রেমিটেন্স নোয়াখালীর অপার সম্ভাবনাকে বিশ্বের দরবারে জাগিয়ে তুলছে।

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.