বার্সা ছেড়ে যাচ্ছেন মেসি!

চোখ কপালে ওঠার মতোই খবর বটে বার্সার দেওয়া চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মেসি, এমনটাই খবর স্প্যানিশমিডিয়ায়

বার্সা অধিনায়কের এই খবর এতটাই জটিল আকার ধারণ করেছে যে, বার্সা সভাপতি কে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলতে হয়েছেযদি খবর সত্য নয়, মেসি তার ক্যারিয়ার বার্সাতেই শেষ করবেন বলে আমাদের জানিয়েছেন।

কিন্তু অন্যদিকে খবর যে ইন্টার মিলান মেসিকে দলে নেওয়ার প্রস্তাব দিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে

স্প্যানিশ মিডিয়া আরো জানাচ্ছে রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাসও তার জন্য আগ্রহী। ফটবল জগতের সেরা দুইতারকা নিয়ে তাদের আক্রমণভাগ সাজাতে মরিয়া চেষ্টা চালাবে

এদিকে কোভিড১৯ এর জন্য লীগগুলো দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে গত মাসে

প্রথম ম্যাচে বার্সা নিজের চেহারায় থাকলেও পরবর্তী ম্যাচগুলোতে আর তাদের খুজে পাওয়া যাচ্ছে না

লীগে এরই মাঝে চার পয়েন্টে পিছিয়ে গেছে রিয়াল মাদ্রিদের থেকে, অথচ লীগ পুনরায় শুরুর সময় তারাই শীর্ষে ছিল

এদিকে কোপা দেল রে এর সেমি ফাইনালে হেরে গিয়ে এবার ট্রফি শূন্য থাকার সম্ভাবনায় পড়েছে স্প্যানিশ ক্লাবটি

মেসি গত দুই সিজন যাবত নেইমার কে ফেরত আনার কথা বলছিলেন, কিন্তু মেসি বারবার অভিযোগ করেছেন যে বার্সানেইমার কে ফেরত আনার জন্য যথেষ্ট চেষ্টা করছে না

বার্সার কর্মকর্তারা যেন দলের দিকে কোন মনোযোগই দিচ্ছেন না, গত কয়েক সিজন ধরেই বার্সার ডিফেন্স এর অবস্থা নাজুক

রোমা এবং  লিভারপুলের সাথে পরপর দুই সিজন ডিফেন্স এর জন্য চ্যাম্পিয়ন্স লীগে ভরাডুবির পরেও তাদের টনক নড়েনি

দল চালাতে চাচ্ছে জোড়াতালি দিয়ে

গত চার বছরে ঘরোয়া লীগ ছাড়া তাই তেমন বড় কোন সাফল্যের স্বাদও বার্সা পায়নি

মেসিকে এখন মাঝমাঠে খেলতে হচ্ছে তাকে বল দেওয়ার খেলোয়ার নেই বলে

মেসির পুরো ক্যারিয়ারে বিতর্কের হিসাব করলে নব্বই ভাগ হয়েছে এই বছরে

তাই সবদিক দিয়েই তার মন যেন বিষিয়ে উঠিয়েছে ক্লাব এর প্রতি

এদিকে তার বয়সের কথা চিন্তা করলেও বার্সা ছাড়ার গুজব সত্যি বলেই মনে হয়

বার্সাভক্তদের জন্য ভাল খবর এটুকুই যে, গতকালের ম্যাচে মেসি এবং গ্রিজম্যানের গোল উতসব দেখে মনে হয়নি তাদেরমাঝে যে সম্পর্ক অবনমনের কথা উঠেছে, তা সত্য।

মেসির বার্সার সাথে বর্তমান মেয়াদ ২০২১ সাল পর্যন্ত

আর শেষ পর্যন্ত মেসি যদি জুভেন্টাস কে বেছে নেন, তবে ফুটবল প্রিয় মানুষ একসাথে মেসি আর রোনালদো কে খেলতেদেখবেন!!

এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত গুজব সত্যি হয় কি না! তা জানতে অপেক্ষায় থাকতে হবে আপনাকে ট্রান্সফার মৌসুমেরশেষ পর্যন্ত।

Related Posts

13 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.