বাবাকে মিস করা নিয়ে 50 টি স্ট্যাটাস নিয়ে নিন ফেসবুক ক্যাপশন এর জন্য

হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ৫০ টি বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস । যে স্ট্যাটাস গুলো আপনারা ফেসবুক কিংবা টুইটার ক্যাপশন এ কিংবা যেকোনো ছবির ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি যদি আপনার বন্ধুকে প্রচন্ড ভালবাসেন তাহলে আপনার জন্য আর্টিকেলটি খুবই মজাদার হতে যাচ্ছে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক।

বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

বাবা, এমন একটি শব্দ। যে শব্দটি ছাড়া ছোটবেলায় আপনি কখনোই চলতে পারতেন না। সাথে যদি বাবা থাকে তাহলে মনে করি পৃথিবীটা এই বুঝি জয় করে ফেললাম, ঠিক তেমনি সাহস জাগে যদি আপনার পাশে বাবা থাকে।

যার বাবা নেই একমাত্র সেই বুঝতে পারে বাস্তবতা কতটুকু কঠিন, বলা যায় মাথার উপর থেকে ছাতা হারিয়ে ফেলা। বাবা হচ্ছে উপরওয়ালা থেকে পাওয়া একটি বিশেষ উপহার। যে আপনাকে বাঁচতে শিখিয়েছে। তো আপনি যদি আপনার বাবাকে মিস করে থাকেন তাহলে নিজের স্ট্যাটাস গুলো আপনার জন্য। আমি চেষ্টা করব ফেসবুকের জন্য ভালো ভালো ক্যাপশন দেওয়ার।

৫০ টি বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

১/ বাবাকে হারিয়ে ফেলা মানে মাথার উপর থেকে ছাদ ভেঙে পড়া।

২/ বাবা থাকাকালীন কখনোই বুঝিনি বাস্তবতা এটা কঠিন হতে পারে।

৩/ বাবা তুমি আমার সাহস ছিলে, ছিলে ভরসাও।

৪/ ও বাবা তোমাকে হারিয়ে আমি অসহায়, তুমি ছাড়া আর কেউ নেই আমার মাথায় হাত বুলানোর মতো।

৭০+ সফলতা নিয়ে স্ট্যাটাস

৫/ তোমাকে অনেক মিস করছি বাবা, ভালো থেকো যেখানেই থাকো।

৬/ মিস ইউ বাবা, তুমি আমার নিঃশ্বাসের অংশ ছিলে। বাবা তুমি ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে।

৭/ কোন সমস্যায় পড়লে এক নিমিষেই সমাধান করে দিতে, তুমি বাবা।

৮/ বাবা তুমি না থাকার কষ্ট কিভাবে প্রকাশ করব বুঝে উঠতে পারছি না।

৯/ বাবা আজ তুমি থাকলে আমি নিশ্চয়ই জয়ী হতাম।

১০/ বাবা তুমি ছাড়া আমি অস্তিত্বহীন।

বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

১১/ ছাতার মতো ছিলে তুমি, পেতাম ছায়া সব সময়।

১২/ বাবার হাতে হাত রেখে চলাফেরা করা কতটা ভরসা পূর্ণ হয় সেটা আজ তুমি বুঝবে না, বুঝবে বাবা চলে যাওয়ার পর।

১৩/ আমার প্রধান খেলার সাথী ছিলে তুমি বাবা।

১৪/ দাঁত থাকতে দাঁতের মর্ম যেমন বোঝা যায় না। বাবা থাকতে বাবার মর্ম ও ঠিক বোঝা যায় না। বুঝতে তুমি তখনই পারবে, যখন থাকবে না বাবা তোমার কাছে।

১৫/ বাবার ছায়া ছেলের জন্য সব সময় মঙ্গলদায়ক হয়।

১৬/ বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি মিস করছি তোমাকে বাবা।

১৭/ বাবা যখন জড়িয়ে ধরে তখন মনে হয় পৃথিবীতে একাই জয় করতে পারব।

১৮/ বাবা যেদিন থাকবে না সেদিন বুঝবেন, বাবার মানে আসলে কি।

১৯/ বাবা এমন একটি শব্দ, যদি হারিয়ে ফেলেন কোটি টাকা দিয়েও ফিরিয়ে আনতে পারবেন না।

২০/ অনেকদিন ধরে দেখিনা তোমায় বাবা, জড়িয়ে ধরতে ইচ্ছে করছে খুব।

২১/ বড্ড একা একা লাগে বাবা তোমাকে ছাড়া। ফিরে এসো বাবা, আমি তোমাকে অনেক মিস করছি।

২২/ বাবা তোমার ছোটবেলার আদর এখনো মনে পড়ে।

১৫০+ বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, জনপ্রিয় ক্যাপশন ও উক্তি

২৩/ বাবা তুমি কাছে থাকলে মনে হয় ছাতার মতো ছায়া দিয়ে রয়েছো।

২৪/ মনে রাখবেন প্রয়োজন ছাড়া কেউ কাউকে ভালবাসে না, একমাত্র বাবার ভালোবাসা ছাড়া।

২৫/ বাবা তুমি আমার সব, তুমি আমার আশা, তুমি আমার ভরসা।

২৬/ বহুদিন ধরে তোমাকে দেখি না বাবা, ছটপট করতেছি তোমার নিষ্পাপ মুখখানা দেখার জন্য।

২৭/ মন চায় বাবার বয়স টা কমিয়ে দিই। যাতে সারা জীবন আমার পাশে ছায়া হয়ে থাকতে পারে।

২৮/ বাবা হল চন্দ্রের মত। যদি না থাকে তাহলে চার পাশে অন্ধকার হয়ে যায়।

২৯/ একজন বাবা 1000 শিক্ষকের সমান।

৩০/ বাবার পছন্দের জিনিস দেখলেই বাবার কথা মনে পড়ে যায়।

৩১/ ও বাবা তুমি কোথায়? ফিরে এসো বাবা, আমি তোমার কোলে ঘুমাইতে চাই।

৩২/ বাবা তোমার ডাক শুনলে বুকে সাহস বেড়ে যায়, খুব মিস করছি তোমায় বাবা।

৩৩/ বাবার পরিচয়ে বেঁচে থাকা যে কতটুকু সম্মানের, সেটা বাবা চলে যাওয়ার পর হারে হারে বুঝতে পারা যায়।

৩৪/ বাবা আমি তোমায় অনেক ভালোবাসি, আমি তোমার মায়াবী ডাক টুকু শুনতে চাই।

৩৫/ আমি বাবা হওয়ার পর বুঝতে পারছি যে, বাবার মর্যাদা কতটুকু। আজকের এই দিনে আমি তোমায় অনেক মিস করছি, বাবা তুমি ফিরে এসো।

৩৬/ কোথায় গেলে তুমি বাবা বুকটা খালি করে, এখন থেকে কে ডাকবে বাবা গো আমার নামটি ধরে।

৩৭/ বাবা তুমি আমায় সব সময় বিপদে আপদে আগলে রাখতে, তুমি আমার সাহস ছিলে। তোমাকে ছাড়া আমি একদম অসহায়।

৩৮/ তুমি আমার মাথার উপর সবসময় বটগাছের মত ছায়া দিয়ে রাখতে, আজ বুঝতে পারছি ছায়া না থাকলে কেমন কষ্ট করতে হয়।

৩৯/ বাবা গো তোমার কোলে ঘুমাতে খুব ইচ্ছা করছে। আমি তোমাকে প্রতিটি মুহূর্তে মিস করি।

৪০/ পড়ার টেবিলে বসলেই তোমার কথা মনে পড়ে বাবা, পরীক্ষার সময় তুমিই আমার সাহায্য যোগাতে।

৪১/ কোথায় আছো তুমি বাবা একা ফেলে রেখে। ভয় লাগছে বাবা তোমাকে ছাড়া একা থাকতে।

৪২/ পৃথিবীতে সবচেয়ে অভাগা লোকটি হচ্ছে সেই, যার বাবা নেই।

বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

৪৩/ বাবা তুমি আমায় ডাকলে শুনতে মধুর লাগে। আমি তোমার ডাকটি বারবার শুনতে চাই। একবার ডাকো বাবা।

৪৪/ বাবা কেন তুমি আজ আমার পাশে নেই। তোমার না থাকার কষ্টটা কিভাবে প্রকাশ করব তা বুঝে উঠতে পারছি না।

৪৫/ জানিনা কেন এত মিস করি তোমাকে বাবা, কেন এত শুনতে ইচ্ছে করে তোমার ডাক। লাভ ইউ বাবা।

ব্যস্ত জীবন নিয়ে স্ট্যাটাস

৪৬/ বাবা না থাকার যন্ত্রণাটা তুমি এখন বুঝবে না বন্ধু যখন তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে তোমার বাবা।

৪৭/ পৃথিবীতে কে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেটা যদি পরীক্ষা করতে চান তাহলে একদিন হাসপাতালে গিয়ে শুয়ে থাকুন তাহলেই বুঝবেন, যে আপনার পাশে আপনার বাবা এবং মা ছাড়া আর কেউ নেই। বাবা-মার ভালোবাসার কোন তুলনা হয় না।

৪৮/ বাবাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বোকামি, যেটা বাবা না থাকলে হারে হারে টের হয়ে যাবে।

৪৯/ বাবা হচ্ছে এমন একটি ছায়া, যে ছায়া আপনাকে সব সময় বিপদ থেকে রক্ষা করবে।

৫০/ বাবা তুমি আমার কাছে বসে থাকলে মনে হয় পৃথিবীর সমস্ত খুশি আমার কাছে এসে জমা হয়েছে। আমি তোমাকে অনেক মিস করি বাবা।

তো পোস্টটি (৫০ টি বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস) কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.