বাংলালিংকে ৫৮ টাকায় ৩জিবি ইন্টারনেট।

বাংলালিংকে কিনুন দারুণ ওফার ৫৮ টাকায় ৩জিবি ইন্টারনেট। আসুন কিছু নিয়মাবলী জেনে নি।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও অনন্য জাতির প্রতি আমার আন্তরিক থেকে ভালোবাসা রইলো। কেমন আছেন সবাই?  আসা করি সবাই ভালো আছেন।

  • আপনি যদি কম খরচে বেশি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে ৫৮ টাকায় ৩ জিবি ইন্টারনেট ৪ দিন মেয়াদ সহ প্যাকটি কিনুন।
  • ৩ জিবি ইন্টারনেট প্যাকেজটি কিনতে আপনাকে আপনার মোবাইলে অবশ্যই ৫৮ টাকা থাকতে হবে।
  • ৫৮ টাকায় ৩ জিবি ইন্টারনেট প্যাকটি কিনতে ডায়াল করুন *৫০০০*৫৮# অথবা ৫৮ টাকা রিচার্জ করুন। আর শুধু করে দিন ননস্টপ ব্রাউজিং।
  • এই প্যাকটি সকল প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য
  • ব্যালেন্স চেক করতে ডায়াল *৫০০০*৫০০# আর ৩জিবি ইন্টারনেট যেকোনো কাজে ব্যবহার করা যাবে।
  • আপনার ইন্টারনেট প্যাকের ভলিউম পুরোপুরি শেষ হয়ে গেলে, আপনাকে ১ টাকা/MB Pay-As-You-Go রেট (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ছাড়া) চার্জ করা হবে, ১০KB পাল্‌সে। ৫.৮৩ টাকার পর আপনার Pay-As-You-Go ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যাবে।
  • *৫০০০*৫৬৬# ডায়াল করে প্যাকটি রিনিউ করতে ১ চাপুন অথবা অটো-রিনিউয়াল বন্ধ করতে ২ চাপুন।
  • এছাড়াও, অটো-রিনিউয়াল বন্ধ করতে “renew off vol” টাইপ করে ৫০০০-এ এসএমএস করুন। অটো-রিনিউয়াল চালু করতে “renew on vol” টাইপ করে ৫০০০-এ এসএমএস করুন।
  • আসা করি আমার পোস্টটি পরে অনেক ভালো লেগেছে আর এরকম আউটসোর্সিং, ইন্টারনেট ও টিপস এবং ট্রিক্স নিয়ে আমি বেশি লিখি।
  • আমি আপনাদের অনুরোধ করছি আমার প্রোফাইলটা একটু ঘুরে আসবেন।
  • সাথে থাকার জন্য ” ধন্যবাদ “ভালো থাকবেন,সুস্থ থাকবেন!  আল্লাহ হাফেজ।

Related Posts

6 Comments

  1. নতুন সাইট ভালো ইনকাম ঘুরে আসার আমন্ত্রন রইলো । মাত্র 1$ হলেই পেমেন্ট নিতে পারবেন বিকাশ এবং নগদে। লিংক এ গিয়ে দেখে আসুন ভালো লাগলে করবেন । ধন্যবাদ
    https://blog.jit.com.bd/dhaka-work-3807

  2. জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
    https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.