বাংলাদেশে করোনার আপডেট খবর

চীনে যে ভয়াবহ ভাইরাস আক্রমণ করেছিল কিছুদিন আগে, করোনা নামে, সেই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা  নাড়া দিয়েছিল বিশ্ববাসী কে।পুরো বিশ্ব আজ করোনা আতংকে বিভোর। এর সঠিক চিকিৎসা উদ্ভাবনে শ্রম দিচ্ছে শত শত বিজ্ঞানী গবেষক।    চীনে এর ভ্যাক্সিন আবিস্কারের জন্য প্রচেষ্টা চলছে

এই করোনা আজ একে একে  হানা দিচ্ছে সৌদি,সিংগাপু, ইরান, ইতালি সহ আরো কিছু দেশে৷

আমাদের বাংলাদেশেও এর আক্রমণ ধরা পড়েছে গত কয়েকদিন আগে।

ইতিমধ্যেই বাংলাদেশ সরকার এর নির্দেশে সারাদেশে বেশ কিছু কার্যক্রম পালিত হচ্ছে, প্রিহার করা হচ্ছে জনসমাগ, জনসভা।

এই করোনার আপডেট নিউজ হিসেবে জানা গেছে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিরাময় ও গবেষণা ইন্সটিটিউট জানিয়েছেন, বাংলাদেশে আক্রান্ত ৩ জন করোনা রোগীর মধ্যে ২ জন এখন পুরোপুরি সুস্থ আছেন। তাদেরকে অতি সত্তর বাড়ি পাঠানো হবে।তাদের ফলাফল নেগেটিভ এসেছে৷

গত ২৪ ঘন্টায় সন্দেহজনক করোনা টেস্ট করা হয়েছে মোট ১০ জনকে এবং সবার ফলাফল নেগেটিভ এসেছে৷ সর্বমোট ১৪২ জনের টেস্টকরানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি    । মোট ৮ জনকে রাখা হয়েছে আইসোলেশনে।এই ছিল বাংলাদেশে করোনার আপডেট। তাছাড়াও,

বাংলাদেশ সরকারের বক্তব্য, আমরা সকলে সচেতন থাকলে , নিজেরা নিজেদের পরিবেশ গুছিয়ে রাখতে পারলে এর সংক্রামক থেজে নিজেদের রেহাই করা যাবে। দেশের সকল স্থানে   ভীড় এড়াতে বলা হয়েছে, জনসমাগম এড়াতে বলা হয়েছে, জনসভা বাতিলের আদেশ দিচ্ছে সরকার।

সরকারি হাসপাতাল গুলোতে নোটিশ করা হচ্ছে,  সামান্য জ্বর, ঠান্ডা, কাশি এসবের জন্য হাসপাতালে ভীড় না করতে,  ডিসপেনসারি থেকে ঔষধ কিনে নেওয়ার নির্দেশ দিচ্ছে।

স্কুল কলেজে বাচ্চাদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।   সরকারী হটলাইট সার্ভিস চালু করা  হয়েছে ইতিমধ্যেই।  বহিরাগতদের আগে টেস্ট করিয়ে তারপর বাড়ি যাওয়ার আদেশ সরকারে।।

জনসাধারণের উদ্দেশ্যে সরকারের রোগতত্ত্ব ,  রোগ নিরাময় ও গবেষণা ইন্সটিটিউট এর নির্দেশ,

সকলেই যেন এ ব্যাপারে সচেতন থাকেন। বাইরে থেকে এসে ভালো করে হাতমুখ ধুয়ে তারপর যাবতীয় প্রয়োজনাদি সাড়ে নিতে বলেছেন এই ইন্সটিটিউট এর কর্মকর্তা গ।। তাদের মতে, এই ধরনের সংক্রমিত ভাইরাস মোকাবেলায় সচেতনতার চেয়ে বড় পদক্ষেপ আর হতে পারে না।

Related Posts

11 Comments

    1. Apu bangladesher ki shunechen naki sara prithibir! Apu bangladesher jodi shune thaken tahole vul shunechen 10 jon akranto hoiche tar moddhye 3 jon shustho!! Ar sra prithibite gotokal 300+ akranto hoiche

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.