বাঁ-হাতি মানুষেরদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

জীবনে চলার পথে বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার দেখা মিলবে। মনে করুন আপনি কোথাও পরীক্ষা দিতে গেছেন আপনার পাশের সিটে বসা ব্যক্তি বাম হাত দিয়ে লিখতেছি। আবারো অনেক মেয়ে আছে যারা বাঁ হাতে রান্না করে। আবার অনেক জায়গায় আছে বাঁ হাত দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আজকে আমি বাঁ-হাতি মানুষদেরকে নিয়ে কিছু চাঞ্চল্যকর কিছু তথ্য উপস্থাপন করবো । সবাই অবশ্যই মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়বেন।

(০১) ১৩ আগস্ট এ আন্তর্জাতিক বাঁ-হাতি দিবস পালন করা হয়। যারা বাম হাত দিয়ে কাজ করে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার নির্মূল করার জন্যই এই দিবস পালন করা হয়। বিভিন্ন দেশে এই দিবস পালন করা হয়। আপনি যদি বাঁ-হাতি হন তাহলে আপনার কষ্ট পাওয়ার কোন কারণ নেই। মনে করেন আপনি একজন ভাগ্যবান।

(০২) শুধু মানুষ নয় অনেক পশুপাখিও বাঁমহাতি হয়। কোন এক গবেষণায় বলা হয়েছিল যে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুরা বাম হাত দিয়ে কাজ করে থাকে অর্থাৎ তারা বাঁ-হাতি।
শুধু ক্যাঙ্গারুর নয় এরকম অনেক পশুপাখি আছে যারা বামহাতি।

(০৩) গবেষণায় দেখা গেছে বাঁ-হাতিদের ডানপাশের মস্তিষ্কে বেশি থাকে। বাম হাত দ্বারা কাজ করে দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন খেলা প্রতিযোগিতা লেখাপড়া ও কর্মক্ষেত্রে তারা কিন্তু কম নয়। অনেক বিখ্যাত লোক আছে তারা বাঁ-হাতি ছিল।

(০৪) পুরো পৃথিবীতে ৯০% মানুষ ডান হাত ব্যবহার করে কাজ করে থাকে এবং ১০% মানুষ বাম হাত ব্যবহার করে কাজ করে থাকে। পৃথিবীতে ৯০% মানুষ ডানহাতি এবং ১০% মানুষ বাঁ-হাতি। আবার কিছু কিছু মানুষ আছে যারা দুই হাত সমান ভাবে ব্যবহার করে কাজ করতে পারে । এই মিশ্র হাতিদের সংখ্যা খুবই কম, মাত্র ০১% এর মত ।

(০৫) আমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন মানুষেরা ডান হাতি বা বাঁ-হাতি হয়ে থাকে। মূলত এ ধরনের পার্থক্য দেখা যায় জিনগত কিছু বৈশিষ্ট্যের তারতম্যের কারনে।
একজন মানুষ বাঁ-হাতি হওয়ার পিছনে তার জিনগত বৈশিষ্ট্য এক-তৃতীয়াংশ দায়ী।

(০৬) বাঁ-হাতি মানুষগুলো অনেক জ্ঞানী ও বুদ্ধিমান হয়‌। ছাত্রজীবনে এরা খুব মেধাবী স্টুডেন্ট হয়। এরা দ্রুত যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। বিশ্বে অনেক নামকরা খ্যাতিসম্পন্ন জ্ঞানীগুণী মানুষ আছে তারা বাঁ-হাতি।

বিজ্ঞানী আইনস্টাইন, বিল গেটস, সেরা খেলোয়াড লিওনেল মেসি এরা কিন্তু বাঁ-হাতি। আমাদের বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান বাঁ-হাতি । এরকম অনেক সুনাম অর্জনকারী মানুষ আছে তারা বাঁ-হাতি ।সুতরাং যারা বাঁ-হাতি তাদের মন খারাপ করার কিছু নেই।

(০৭) বাঁ-হাতি হওয়ায় যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে।গবেষণায় দেখা গেছে বামহাতিদের এলার্জি ও মাইগ্রেনের সমস্যা টা বেশি হয়ে থাকে। বেশিরভাগ যন্ত্র ও সরঞ্জাম ডান-হাতিদের উপযোগী করে তৈরি করা হয়। এ কারণে বাঁ-হাতি মানুষগুলো অনেক সমস্যায় পড়ে যায়, এমনকি দুর্ঘটনার শিকার হতে হয়।

Related Posts

15 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.