Cheap price backlink from grathor: info@grathor.com

বউ আনলাম ভালোডা

বউ আনলাম ভালোডা
গাজী মোহাম্মাদ আব্দুল মাজেদ।

বউ আনলাম দেইখা শুইনা কালোডা,
কারণ লোকে কয় মন লাগবে ভালোডা।
এখন দেখি ভেতর বাহির সব কালো,
কী বলব ভাই? জানে খোদা রব ভালো।
মন তার খালা বাড়ি,
ধন সব নানা বাড়ি,
তোরা লাগা ভাইয়ে ভাইয়ে মারামারি।

Marketing

চুপ করে রই,
তার কথা সই,
দে বাজিয়ে ঝগড়া বিবাদ হাসব হই হই।
এখন যদি “ক” বলি
তিনি বলবেন “খ”,
ওরে ভাই বলবেন, “তোরা
মাথা বুইজ্জা ব”।
আমি অবুঝ কথার ভয়ে পালাই।

রাজি হবো না আর কোনো দিন
যেতে তার ঘরে,
অসহায় পড়ে,
যদিও দেয় ছোটো কালের মালাই।
এমনিতেই যা পেয়েছি,
যদি চায়, তবে তার জন্য সেজদা।
এক কিছুই না দিয়েছি
তবু মুখের বিবাদ চাই না মেজদা।

সেজদা = প্রতিদান হিসেবে যদি চাওয়া হয়,

Related Posts

24 Comments

Leave a Reply