বউ আনলাম ভালোডা
গাজী মোহাম্মাদ আব্দুল মাজেদ।
বউ আনলাম দেইখা শুইনা কালোডা,
কারণ লোকে কয় মন লাগবে ভালোডা।
এখন দেখি ভেতর বাহির সব কালো,
কী বলব ভাই? জানে খোদা রব ভালো।
মন তার খালা বাড়ি,
ধন সব নানা বাড়ি,
তোরা লাগা ভাইয়ে ভাইয়ে মারামারি।
চুপ করে রই,
তার কথা সই,
দে বাজিয়ে ঝগড়া বিবাদ হাসব হই হই।
এখন যদি “ক” বলি
তিনি বলবেন “খ”,
ওরে ভাই বলবেন, “তোরা
মাথা বুইজ্জা ব”।
আমি অবুঝ কথার ভয়ে পালাই।
রাজি হবো না আর কোনো দিন
যেতে তার ঘরে,
অসহায় পড়ে,
যদিও দেয় ছোটো কালের মালাই।
এমনিতেই যা পেয়েছি,
যদি চায়, তবে তার জন্য সেজদা।
এক কিছুই না দিয়েছি
তবু মুখের বিবাদ চাই না মেজদা।
সেজদা = প্রতিদান হিসেবে যদি চাওয়া হয়,
সুন্দর কবিতা
hahahaha…. darun vai… mon kemon seta dekhe bojha jai na…
Very beautiful poem. Thousands of praises will be given to the poet for such a beautiful poem.
Beautiful
Awesome
ha ha ha
really nice
Well Written
সাধারণ বিষয়টাকে অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন
bha
Nice
ভাল
nice
wow
baloi laglo
কবিতাটা সুন্দর হয়েছে
Hmmm
nice poem
nice
good
ha ha ha valoda
nice post
❤️
❤️