ফেসবুক এস্টাস, টুইটার স্ট্যাটাস

আজ কাল ঘুম থেকেই উঠেই অভ্যেস বশত ঘেটে ফেলা হয় কি সোস্যাল জগত। সকাল সকাল একটি প্রাণবন্ত স্ট্যাটাস না দিলে দিনটা যেনো বিষণ্ণ লাগে। ( ফেসবুক এস্টাস, টুইটার স্ট্যাটাস ) একটি সুন্দর স্ট্যাটাস এনে দিতে পারে দ্বারুন কিছু রিয়াক্ট আর চমৎকার কিছু কমেন্ট। কিন্তু কি স্ট্যাটাস দেবো ভেবে পাই না তাই তো? আবার নিজের দেওয়া স্ট্যাটাস টা যেনো মিলে যায় কারো সাথে এ নিয়ে আর চিন্তা নেই। চলুন দেখে ফেলা যাক এমন কিছু ইউনিক স্ট্যাটাস!

ফেসবুক এস্টাস, টুইটার স্ট্যাটাস

* ” যান্ত্রিক এ জীবনে হৃদয়টাও যেনো যান্ত্রিক “

* ” স্বপ্ন যেখানে আকাশের মতো বিশাল
বাস্তবতা সেখানে নেহাত-ই এক টুকরো
মেঘ “

* ” কোনো এক শ্রাবণে দেখা হবে প্রিয়
হাতে থাকবে কঁদমফুল ; তুমি কিন্তু নীল
শাঁড়ি পরতে ভুলনা “

* ” আকাশ ছুঁতে চাইলে তুমি অবশ্যই
পাহাড় ছুঁতে পারবে “

* ” কলম ধরতে ধরতে লিখতে শেখো না
লিখতে লিখতে কলম ভাঙতে শেখো “

* ” দুরুত্ব কমানো যায় যদি তা হয় ব্যবধানের
কিন্তু হৃদয়ের দুরুত্ব কিসে কমাবো প্রিয়তমা “

* ” ডাকপিয়ন কে তোমার খবর আনতে বলেছিলাম ; সে খালি হাতে ফিরে এসেছে! তবে কি তুমি আর আমায় নিয়ে লেখোনা? “

* ” আমি এক ভগ্ন হৃদয় ; শতবার হেরেছি তোমার হৃদয়ের কাছে “

* ” আশা’কে আলো করে পথ চলো
বাকিরা তো উপদেশ দাতা “

* ” যে ভুলে গেছে তাকে স্মরণ করতে গিয়ে যে মনে রেখেছে তাকেও ভুলে যেতে বাধ্য করি ফেলি আমরা “

* ” যারা বার বার আমাদের ঠকায় ভুলটা তাদের নয় আমাদের কারণ সুযোগ গুলো আমরাই করে দেই বার বার “

* ” আমি শুধুই তোমার আকাশের একটি সন্ধাতাঁরা হবো “

* ” কখনো সময় পেলে জিজ্ঞেস করো তোমার হৃদয়কে কতটুকু আঘাতে মানুষ জীবন্ত লাস হয়”

* ” আঘাত পেতে পেতে হৃদয়টাও আজ ক্লান্ত সেও আজ মিছিল করে প্রতিরাতে একটু শান্তির জন্য”

* ” বহুকাল ধরেই মন এক মনে যে মনে কোনো স্থান নেই এ অবুঝ মনের “

* ” সে শহরে হয়ত কারো নামে বৃষ্টি ঝড়ে তবে সে বড্ড ভাগ্যবতী “

* ” তোমার কোনো স্ট্যাটাস এ রিয়াক্ট না দিলেও প্রত্যকদিন অনলাইন হই তোমার দেওয়া স্ট্যাটাস পড়তে “

* ” সে গোলাপে এখন আর গন্ধ আসেনা বুঝি অবহেলার মানেটা সেও বুঝে গেছে “

এমন দ্বারুণ সব স্ট্যাটাস পেতে সাথে থাকুন Grathor এর Facebook Group এর সাথেই থাকুন (লাল সবুজের লেখক)।

Related Posts

8 Comments

    1. আমি প্রথমবার পোষ্ট করেছি আর প্রথমবার ই কোনো বাধা বিঘ্ন ছাড়াই আপলোড হয়ে গিয়েছে। আপনি নিয়ম নীতি মেনে আবার চেষ্টা করে দেখতে পারেন হয়ত পারবেন। শুভকামনা রইল। 💗

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.