ফটোগ্রাফির মাধ্যমে অনলাইনে আয়

ফটোগ্রাফি এক ধরণের শিল্প।বর্তমানে প্রায় অনেকেই দিন দিন ফটোগ্রাফির মধ্যে এক ধরণের আগ্রহ দেখাচ্ছে।ফটোগ্রাফির মধ্যে এক ধরণের আনন্দ থাকে যা দিন দিন আকৃষ্ট করে তুলছে।আর সেই কারনে দিন দিন ফটোগ্রাফির চাহিদা বেড়েই চলছে।

আমরা অনেকেই ফ্রীল্যান্সিং এর কথা জানি।সেই সাথে ফ্রীল্যান্সিংয়ে যে কাজের বিনিময়ে অনলাইন মার্কেটপ্লেসে আয় করা যায় সেই জিনিসটা কারো অজানা নয়।কিন্তু আপনারা কি জানেন ফটোগ্রাফির মাধ্যমে অনলাইনে আয় করা যায়? তাই আজ আলোচনা করব কিভাবে শুধুমাত্র ফটোগ্রাফির মাধ্যমে আপনি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে আয় করতে পারবেন।

আমাদের অনেকের হাতে হাতে এখন স্মার্টফোন রয়েছে।সেই সাথে ফটোগ্রাফির শখে অনেকের কাছে ডিএসএলআর রয়েছে।তাহলে আপনি চাইলে ফটোগ্রাফি করে আয় করতে পারবেন। তবে আপনি সব বিষয় নিয়ে ফটোগ্রাফি করতে পারবেন না। যে সকল বিষয়সমূহ নিয়ে তার সম্পর্কে নিচে আলোচনা করা হলোঃ

১.এবাস্ট্রেক্ট(Abstract):এবাস্ট্রেক্ট ফটোগ্রাফি হলো অনেকটা ইলাস্ট্রেশান ধরণের। সাধারণত জুম করে কিংবা ফোকাসের এর মাধ্যমে খুব কাছ থেকে যেই ছবি তোলা হয় সেটাকে বলা হয় এবাস্ট্রেক্ট ফটোগ্রাফি।

২.আর্ট(art):অনেকেই বিভিন্ন জিনিস ড্রইং করে থাকে। সেই ড্রইং এর ছবি তোলাকে বলা হয় আর্ট ফটোগ্রাফি।

৩.প্রকৃতি(nature):সাধারণত প্রকৃতিকে যে ছবির মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে বলা হয় প্রকৃতি বা নেচার ফটোগ্রাফি।

৪.লেন্ডস্কোপ(landscape):সাধারণত বড় পরিসরে ছবি তোলাকে বলা হয় লেন্ডস্কেপ ফটোগ্রাফি।

৫.খাবার(food):বিভিন্ন খাবারের ছবি তোলাকে বলা হয় ফুড ফটোগ্রাফি।
তবে মনে রাখতে হবে গান(music), সংস্কৃতি (culture),ফ্যাশন(fashion),কনসার্ট (concert) এই সকল বিষয় নিয়ে কখনোই ফটোগ্রাফি করবেন না। এই সকল বিষয় নিয়ে ফটোগ্রাফি করলে তার দায়ভার শুধু আপনার।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি ফটোগ্রাফি করে কিভাবে আপনি আয় করতে পারবেন?কোন মার্কেটপ্লেস থেকে আপনি আপলোড দিবেন?কিছু কিছু সাইট আছে যেখানে আপনি আপনার ছবি আপলোড দিতে পারবেন।তবে সেই সকল সাইটে ছবিটি সেল হবার পর তারা নির্দিষ্ট একটা এমাউন্ট কমিশন হিসেবে কেটে রাখে।বাকি টাকা তারা তাদের সেলারদের দিয়ে দেয়।

এখন আলোচনায় আসি কোন কোন সাইট এ গিয়ে আপনি ফটো আপলোড দিতে পারবেন এবং সেই সকল মার্কেট কি পরিমাণ কমিশন আপনার থেকে কেটে নিতে পারে।

১.ফটোডিউন(photodune):এই সাইটে গ্রাহক থেকে আপনি শতকরা ৫০ থেকে ৭০ ভাগ কমিশন কেটে নেয়।এই সাইটে প্রায় ৮৩ মিলিয়ন ছবির সমাহার রয়েছে।

২.সাটার স্টক(shutter stock):এই সাইটে আপনি শতকরা ২০ থেকে ৩০ ভাগ কমিশন গ্রাহক থেকে কেটে নেয়।প্রায় ১২০ মিলিয়ন ছবির সমাহার এই সাইটে রয়েছে।

৩.ওয়ানটুথ্রী এফ(123rf):এই সাইটে প্রায় শতকরা ৩০ থেকে ৬০ ভাগ কমিশন কেটে নেয়
এই সাইটে প্রায় ১০৫ মিলিয়ন ফটোর সমাহার রয়েছে।

৪.গেটি ইমেজ(getty image):এই সাইটে শতকরা ২৫ থেকে ৪৫ ভাগ কমিশন কেটে নেওয়া হয়।প্রায় ৩৭ মিলিয়ন ছবি এই সাইটে রয়েছে।

৫.আইস্টক ফটো(i stock photo):এই সাইটে শতকরা ২০ থেকে ৪৫ ভাগ কমিশন কেটে নেওয়া হয়।প্রায় ৩৭ মিলিয়ন ছবি এই সাইটে রয়েছে।

৬.ড্রিয়মস টাইম(dreams time):এখানে প্রায় শতকরা ২৫ থেকে ৬০ কমিশন কেটে নেওয়া হয়।এখানে ৮১ মিলিয়ন ছবি সংরক্ষিত রয়েছে।

৭. এলামি(alamy):এইখানে শতকরা ৫০ ভাগ কমিশন কেটে নেওয়া হয়।এখানে প্রায় ১৪৫ মিলিয়ন ছবি রয়েছে।

৮.বিগ স্টক ফটোঃপ্রায় ৩০ ভাগ কমিশন কেটে নেওয়া হয়।প্রায় ৬৩ মিলিয়ন ছবি এইখানে ছবি সংরক্ষিত রয়েছে।
আশাকরি আজকের লেখাটি পড়ে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শুধুমাত্র ফটোগ্রাফি করে আয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকবেন
সুস্থ থাকবেন

Related Posts

31 Comments

    1. টাকা আয় করা কখনোই সহজ নয়। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। ধন্যবাদ😊

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.