পিটিসি সাইট কী? পিটিসি সাইট থেকে আয় করার উপায়?

পিপিসি সাইট এর কথা হয়তো আমরা শুনে থাকব। কিন্তু এ পিটিসি সাইট কী? পিটিসি সাইট থেকে কী আয় করা যায়? পিটিসি সাইট থেকে আয় করার উপায়? এই ধরনের প্রশ্ন হয়তো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর সে জন্যই হয়তো কৌতুহল বশত গুগলে সার্চ দিয়ে থাকেন এসব প্রশ্ন নিয়ে। আর আমার স্বল্প জ্ঞানে যতটুকু পারি আপনাদের এই প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক……

 

 

 

 

 

 

 

 

 

 

পিটিসি সাইট কী বা কাকে বলে?

পিটিসি সাইট বলতে এমন একটি সাইট বোঝায় যায় মাধ্যমে বিভিন্ন অ্যাডে ক্লিক করে আয় করা সম্ভব। PTC অর্থ paid to click । এখানে বিভিন্ন বিজ্ঞাপন, অ্যড, নিউজ ইত্যাদি থাকে, আর এতে ক্লিক করে আপনি কিছু টাকা আয় করতে পারবেন। যারা অনলাইনে নতুন করে এসেছে বা যারা অনলাইনে কোনো অভিজ্ঞতা ছাড়া আয় করতে চাই, তাদের জন্য পিপিপি সাইট শ্রেয়।

 

 

 

 

 

 

 

 

 

 

পিপিসি সাইট থেকে কী ভাবে আয় করবো?

আমি আগেই বলেছি পিটিসি সাইট শুধু তাদের, যাদের অন্য সাইট এ আয় করার অভিজ্ঞতা নেই।এর সবচেয়ে বড় কারণ এর থেকে আয় কম হয়। তাই স্বাধারণ এক জন এ সাইট এ কাজ করলে নির্ঘাত ধর্য হারাবেন।তবে হ্যাঁ আপনি যদি যথেষ্ট কষ্ট করেন তবে আপনার আর অন্য কোথাও আয় করতে হবে না। শুধু এই সাইটেই আপনি অনেক আয় করতে পারবেন। পিটিসি সাইট থেকে মাসে ১৫০০০ থেকে ১০০০০০ টাকা করার অনেক প্রমাণ রয়েছে। তবে একটা কথা আপনাদের বলে রাখি,পিটিসি সাইট থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই অনেক রেফার করতে  হবে। রেফার ছাড়া কিন্তু ইনকাম হবে না। কোনো রেফার ছাড়া কাজ করলে দৈনিক ৫  থেকে ১৫ টাকা ইনকাম হবে যা অতি স্বল্প। তাই আপনাকে মনে রাখতে হবে , আমি পিটিসি সাইট এ কাজ করছি আমার রেফার কত? ১০০-৫০০ অ্যাক্টিভ রেফার থাকলে আপনার আয় হবে ১০০% গ্যারান্টি দিলাম।

 

 

 

 

 

 

 

কোন কোন সাইটে কাজ করবো?

আপনারা হয়তো ভাবছেন কোন কোন সাইটে কাজ করবো। আসলে পৃথিবীতে যে কয়টি পিটিসি সাইট আছে তার মধ্যে ৯০% পিটিসি সাইট ই ফেইক হয়ে থাকে। তাই সবসময় দ্বিধা থাকে যে আমি সঠিক সাইটে কাজ করছি কী না।ফেইক সাইট গুলো মানুষের কাছ থেকে কাজ করিয়ে প্রেমেন্ট দেয় না। পৃথিবীতে neobox এর মত কীছু সাইট আছে যার থেকে লক্ষ লক্ষ মানুষ আজ আয় করছে। তবে এ সাইট গুলোতে কাজ করতে আপনার একটি কম্পিউটার লাগবে। এছাড়া টাকা উঠানোর জন্য আপনার পেপাল,পেঁজা, ক্রেডিট কার্ড লাগবো। কারণ এসব বিদেশি কোম্পানি। আমাদের বাংলাদেশ এ হয়তো এত ভালো কোনো পিটিসি সাইট নেই। কারণ আপনার হয়তোবা ভাবতে পারেন যে বিকাশ রকেট বা নগদে কী টাকা উঠানোর কী কোনো উপায় নেই। আছে কিছু সাইট। যেমন: earningpoint.club , visaxpresbd.net সহ বেশ কিছু সাইট। আপনাদের বলে রাখি এই সাইট গুলোতে আপনার ইনকাম কম হলে ও প্রেমেন্ট পাবেন অবশ্যই। Visaxpresbd এ পর্যন্ত প্রায় ১৫০০০ এর বেশি প্রেমেন্ট  করেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

তো আশা করি আজকের এই পোষ্ট টা আপনাদের একটু হলেও উপকারিরে আসবে। ভালো থাকবেন ধন্যবাদ।

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.