আমরা যারা অনলাইন এ কাজ করি এবং টাকা ইনকাম করি তাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট। আমরা অনেক সময় ভালোভাবে পড়াশোনা করতে পারি না বিভিন্ন কারণে। ফলে আমাদের পরীক্ষার রেজাল্টও তে মন ভাল হয় না। পরীক্ষার আগের দিন কোন বিষয় রেখে কোন বিষয় পড়বো সেটা ঠিক করতে পারি না। যার কারণে আমাদের পরীক্ষার প্রিপারেশন ভালো হয় না। ফলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। তাছাড়া আমরা ইউটিউবে অথবা ইন্টারনেটে অনেক মোটিভেশন নিয়ে থাকি। কিন্তু কোনোভাবেই পড়া কন্টিনিউ করা যায়না। এই জন্য আজ আমি আপনাদের সামনে কিছু ট্রিকস বলব যেগুলো ফলো করে আশা করি কিছু হল উপকৃত হবেন। আসলে আমরা অনেক সময় যে ডেইলি রুটিন করি সেটাতেই সমস্যা থাকে। কারণ কিছুদিন না পড়ে আমরা সিদ্ধান্ত নেই আজ থেকে ভালো করে সারাদিন পড়াশোনা করব। কিন্তু বড়জোর আমরা একদিন কি দুইদিন ভালোভাবে পড়াশোনা করতে পারি। তারপর আগের মতই পড়াশোনা থেকে মনোযোগ চলে যায়। এর আসল কারণ হচ্ছে আমাদের ডেইলি রুটিন। দেখেন আমরা প্রতিদিন সকালে যে কাজটুকু করি হঠাৎ করে যদি সেটি বন্ধ করে পড়াশোনায় বসে যায় তাহলে একদিন কি দুদিন কিন্তু তারপর পূর্বের কাজটিতে ফিরে যেতে হয় বিভিন্ন কারনে। আমাদের ডেলি রুটিন এভাবে করা উচিৎ যে আমরা যে সময় যে কাজটুকু করতে ভালো লাগে সেই সময় সেই কাজটুকু করা উচিত। যেমন আমাদের সকালে ইংরেজি পড়তে ভালো লাগে তো আমরা ইংরেজি সকালে পড়বো। আমদের বিকালে খেলতে ভালো লাগে তো বিকালে যদি আমরা পড়াশোনা করি তাহলে বড়জোর একদিন কি দুদিন এই পড়াশোনা করতে পারব।তারপর সেই একই কাজ শুরু করি। তাই আমাদের উচিত বিকালে খেলাধুলা অর্থাৎ আমাদের যেটা ভালো লাগে সেটা করা আর অন্য সময় গুলোতে পড়াশোনার জন্য রুটিন সেট করা। তাছাড়া আপনারা সময়ের সাথে এমনভাবে পড়াশোনা করবেন যেন আপনি একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। অর্থাৎ মনে মনে এরকম চ্যালেঞ্জ নিবেন যে আপনি ঐ পড়াশুনাটুকু শেষ করে তারপরেই খাইতে যাবেন অথবা খেলতে যাবেন। অর্থাৎ মনে করবেন আপনি যদি পড়া শেষ করতে পারেন তাহলে আপনি রিওয়ার্ড হিসেবে খাবার খাবেন। তাহলে আপনার মধ্যে একটি চেষ্টা কাজ করবে। অর্থাৎ আপনারা নিজে নিজেই অল্প সময়ে ভালোভাবে পড়াশোনা করতে পারবেন। আপনি পড়ছেন ঠিক এই মুহূর্তে আপনার এক বন্ধু এসে বলল চল খেলে আসি। কিন্তু ঠিক ওই সময়ে আপনি মনে করবেন আমার পড়া এখনো শেষ হয়নি। তাই আপনি খেলতে পারবেন না। এইভাবে টাইম ভার্সেস পড়া চলতে থাকলে একদিন অবশ্যই আপনি ভালো পেপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
Related Posts
Are you searching for a way to enjoy the benefits of Xfinity WiFi without spending any money upfront? Good news!…
The Xbox Game Pass has revolutionized gaming by offering access to a wide library of games for a monthly subscription…
কন্টেন্ট রাইটিং বর্তমানে ডিজিটাল দুনিয়ায় একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে পরিগণিত হচ্ছে। যেকোনো ব্যবসা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সাফল্য অর্জনে কন্টেন্ট রাইটিং…
অফিসে কাজ করার সময় মাথা ব্যথা একটি সাধারণ সমস্যা। এটি কর্মক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রায়…
আজকের ডিজিটাল যুগে অর্থ উপার্জনের নতুন নতুন উপায় খুঁজে বের করা আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। প্রযুক্তির অগ্রগতির সাথে…
8 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Thumbnail and title is copied to my blog.That’s Bad!!
Okay
ok
nice
Useful
nice
❤️
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
Please support me🙂
Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q
Facebook page: https://www.facebook.com/107324621876693/posts/107963605146128/?app=fbl