নেইমার,রোনালদো,বিরাট কোহলি ও হার্ডিক পানডিয়া কে কত টাকার জুতা ব্যাবহার করেন।

হেলো বন্ধুরা  আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম নেইমার,রোনালদো,বিরাট কোহলি ও হার্ডিক পানডিয়া কে কত টাকার জুতা ব্যাবহার করেন।আর আপনি যদি তাদের ফ্যান হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্যই।আর যদি ফ্যান না হয়েও থাকেন তবুও তাদের লাইফ স্টাইল সম্পর্কে জানার জন্য এই পোস্টটি দেখে নিতে পারেন।

রোনালদো কত টাকা দামের জুতা পরে?

রোনালদো হল ফুটবলের এক অন্যতম অসাধারণ প্লেয়ার।তিনি তার খেলায় যেমন দর্শকদের মন জুড়ে নিয়েছেন তেমনি তার স্টাইলও মানুষকে করেছে মনোমুগ্ধকর।তিনি নাইচি নামের জুতা কোম্পানির জুতা ব্যাবহার করেন এবং জুতার দাম প্রায় ১-৩ কোটি টাকা।

হার্ডিক পানডিয়ার জুতার দাম কত?

হার্ডিক পানডিয়া ইন্ডিয়া মারকুটে খেলোয়ারদের একজন তিনি যেমন মারকুটে তেমনি ইস্টাইলিসও।তিনি বর্তমানে ইন্ডিয়ার ইস্টাইলিস খেলোয়ারদের মধ্যে সবার উপরের অবস্থানে আছেন।তিনি কিছুদিন আগে ইটালিয়ান ব্যান্ড বাসাচির ১লক্ষ টাকার জুতা পড়তে দেখা যায়।
রোনালদো কত টাকা দামের জুতা পরে?

বিরাট কোহলির জুতার দাম কত?

বিরাট কোহলিকে কেই বা চিনেন ইন্ডিয়র টপ অর্ডারের ভরসা ও বিশ্বের নাম্বার ওয়ান বেটসম্যান ই হলো বিরাট কোহলি।তিনি খেলায় যেমন পারে তেমনি স্টাইলের দিক দিয়েও কোনো অংশে কম নন।তিনি যেই জুতা পড়েন তার দাম প্রায় ৪০-৫০ হাজার টাকা।আর কিছুদিন আগে করোনাকালে তার জুতা নিলামে বিক্রি হয় ১কোটি ৫০হাজার টাকা।

এবার আসি নেইমার কত টাকার জুতা ব্যাবহার করে?

নেইমার এই বাজ্রিলিয়ান ফুটবলারের অতীতে জুতা কিনতে কাঠ ফুরাতে হতো।কিন্তু তিনি এখন বতর্মানে প্রায় প্রত্যেক মাসে অনেক জোড়া জুতা একসাথে কিনে।তিনি প্রায় কয়েক মাসের শপিং প্রায় একসাথে করে ফেলে।তার জুতার দাম ৪০ লক্ষ পর্যন্ত পরে।

 

আজকে এতটুকুই পরে আবার নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। সবাই নিরাপদে থাকবেন ও সময়কে কাজে লাগাবেন আশা করি।

 

 

 

 

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.