নবম-দশম শ্রেণীর পড়াশোনা সংক্ষিপ্ত প্রশ্ন।(রসায়ন)(অধ্যায় ২) পর্ব ২

আসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা?আশা করি সকলে ভালো আছেন।আবারও পড়াশোনা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি।আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো।চলুন শুরু করা যাক।

অধ্যায়ঃ২য় (পদার্থের অবস্থা)
বিষয়ঃরসায়ন

 

১.প্রশ্নঃকোন পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে না?
উত্তরঃমিশ্র পদার্থের।

২.প্রশ্নঃকত তাপমাত্রায় ইউরিয়ার গলনাঙ্ক হয়?
উত্তরঃ133°C

৩.প্রশ্নঃঅবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের থেকে কি হয়?
উত্তরঃকম হয়।

৪.প্রশ্নঃ1 বায়ুমন্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত?
উত্তরঃ119°C

 

৫.প্রশ্নঃকত তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত করা হয়?
উত্তরঃ100°C

 

৬.প্রশ্নঃগলন এর সময় তাপ দেওয়া হলে তাপমাত্রা কি হয়?
উত্তরঃপরিবর্তন হয় না

 

৭.প্রশ্নঃবরফের গলনাঙ্ক কত?
উত্তরঃ0°C

 

৮.প্রশ্নঃপানির স্ফুটনাঙ্ক কত?
উত্তরঃ১০০°C

 

৯.প্রশ্নঃবাষ্পীভবন কাকে বলে?
উত্তরঃকোনো তরলকে তাপ প্রদান করে ঐ তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।

১০.প্রশ্নঃপাতন কাকে বলে?
উত্তরঃকোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে।

 

১১.প্রশ্নঃন্যাপথলিন এর সংকেত কি?
উত্তরঃC10H8

 

১২.প্রশ্নঃঅ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সংকেত কি?
উত্তরঃAlCl3

 

১৩.প্রশ্নঃ100°C তাপমাত্রায় পানি কিসে পরিণত হয়?
উত্তরঃবাষ্পে।

 

১৪.প্রশ্নঃকোনো তরলকে তাপ প্রদান করে ঐ তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃবাষ্পীভবন।

 

১৫.প্রশ্নঃকোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে কি বলে?
উত্তরঃপাতন।

 

১৬.প্রশ্নঃনিশাদল এর সংকেত কি?
উত্তরঃNH4CL

 

১৭.প্রশ্নঃঊর্ধপাতন কাকে বলে?
উত্তরঃযে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে,সেগুলো তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত করা হয় তাকে ঊর্ধপাতন বলে।

 

১৮.প্রশ্নঃআয়োডিন কি পদার্থ?
উত্তরঃঊর্ধ্বপাতিত পদার্থ

 

১৯.প্রশ্নঃবালি ও গ্লুকোজ এর মধ্যে কি নেই?
উত্তরঃঊর্ধ্বপাতিত পদার্থ

 

২০.প্রশ্নঃঊর্ধ্বপাতিত পদার্থ কোনটি?
উত্তরঃআয়োডিন।

 

২১.প্রশ্নঃযে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে,সেগুলো তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত করা হয় তাকে কি বলে?
উত্তরঃঊর্ধ্বপাতন।

 

২২.প্রশ্নঃরসায়ন এর সাথে কিসের সম্পর্ক রয়েছে?
উত্তরঃগণিতের।

 

২৩.প্রশ্নঃপারদ কি?
উত্তরঃধাতু।

 

২৪.প্রশ্নঃকিসের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর?
উত্তরঃকীটনাশক।

 

২৫.প্রশ্নঃকোবাল্ট কি?
উত্তরঃধাতু।

 

২৬.প্রশ্নঃবিজ্ঞানের লক্ষ্য কি?
উত্তরঃমানব জাতির কল্যাণ সাধন করা।

 

২৭.প্রশ্নঃব্যাপনে কিসের প্রভাব নেই?
উত্তরঃচাপের।

 

২৮.প্রশ্নঃনিঃসরণে কিসের প্রভাব আছে?
উত্তরঃচাপের।

 

২৯.প্রশ্নঃব্যাপন ও নিঃসরণ মূলত কি?
উত্তরঃএকই ঘটনা।

 

৩০.প্রশ্নঃজলীয়বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কণা সমূহের কি ঘটে?
উত্তরঃএকই অবস্থান থেকে কাপঁতে থাকবে।

সমাপ্ত।

ধন্যবাদ।

Related Posts

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.