নবম-দশম শ্রেণীর পড়াশোনা সংক্ষিপ্ত প্রশ্ন।(রসায়ন)(অধ্যায় ২)

আসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা?আশা করি সকলে ভালো আছেন।আবারও পড়াশোনা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি।আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো।চলুন শুরু করা যাক।

অধ্যায়ঃ২য় (পদার্থের অবস্থা)
বিষয়ঃরসায়ন

প্রশ্নঃপদার্থ কাকে বলে?
উত্তরঃযে বস্তু নিদির্ষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে।

প্রশ্নঃপদার্থের কয়টি অবস্থা রয়েছে?
উত্তরঃ৩টি

প্রশ্নঃপদার্থের ৩টি অবস্থা কি কি?
উত্তরঃকঠিন,তরল,বায়বীয়।

প্রশ্নঃকঠিন পদার্থ কাকে বলে?
উত্তরঃযে পদার্থের নির্দিষ্ট ভর,নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকে তাকে কঠিন পদার্থ বলে।

প্রশ্নঃতরল পদার্থ কাকে বলে?
উত্তরঃযে পদার্থের নির্দিষ্ট ভর ও নিদিষ্ট আয়তন আছে কিন্তু কোনো আকার নেই তাকে তরল পদার্থ বলে।

প্রশ্নঃবায়বীয় পদার্থ কাকে বলে?
উত্তরঃযে পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নেই থাকে তাকে বায়বীয় পদার্থ বলে।

প্রশ্নঃসব পদার্থের কণার মধ্যে কি থাকে?
উত্তরঃআকর্ষণ বল থাকে।

প্রশ্নঃতরল পদার্থের চাপ প্রয়োগ করলে কি হয় না?
উত্তরঃআয়তন হ্রাস।

প্রশ্নঃবায়বীয় পদার্থের উপর সামান্য চাপ প্রয়োগ করলে কি হয়?
উত্তরঃপদার্থের আয়তন কমে যায়।

প্রশ্নঃতাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন কি হয়?
উত্তরঃঅনেক বেড়ে যায়।

প্রশ্নঃসকল পদার্থই কি দ্বারা গঠিত?
উত্তরঃক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা।

প্রশ্নঃআন্তঃক্ণা আকর্ষণ শক্তি কাকে বলে?
উত্তরঃযে পদার্থের কণা একে অপরকে আকর্ষণ করে তাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে।

প্রশ্নঃব্যাপন কাকে বলে?
উত্তরঃকোনো মাধ্যমে কঠিন,তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

প্রশ্নঃH2 এর আণবিক ভর কত?
উত্তরঃ2

প্রশ্নঃN2 এর আণবিক ভর কত?
উত্তরঃ28

প্রশ্নঃO2 এর আণবিক ভর কত?
উত্তরঃ32

প্রশ্নঃকোনো মাধ্যমে কঠিন,তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃব্যাপন।

প্রশ্নঃHe এর আণবিক ভর কত?
উত্তরঃ4

প্রশ্নঃনিঃসরণ কাকে বলে?
উত্তরঃসরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।

প্রশ্নঃCNG এর পূর্ণরুপ কি?
উত্তরঃcompressed natural gas

প্রশ্নঃসিএনজি মূলত কোন গ্যাস?
উত্তরঃউচ্চচাপে সংকুচিত মিথেন গ্যাস।

প্রশ্নঃকোন দুটি মূলত একই ঘটনাল?
উত্তরঃব্যাপন ও নিঃসরণ।

প্রশ্নঃমোম কিসের মিশ্রণ?
উত্তরঃহাইড্রোকার্বন

প্রশ্নঃহাইড্রোকার্বন কি?
উত্তরঃহাইড্রোজেন ও কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন।

প্রশ্নঃগলন কাকে বলে?
উত্তরঃতাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে।

প্রশ্নঃসরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃনিঃসরণ।

প্রশ্নঃ1 বায়ুমন্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক কত?
উত্তরঃ0°C

প্রশ্নঃ1 বায়ুমন্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক কত?
উত্তরঃ100° C

প্রশ্নঃতাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃগলন।

প্রশ্নঃহাইড্রোজেন ও কার্বন মিলে গঠিত জৈব যৌগকে কি বলে?
উত্তরঃহাইড্রোকার্বন

প্রশ্নঃস্ফুটঙ্কের বিপরীত প্রক্রিয়ার নাম কি?
উত্তরঃঘনীভবন।

প্রশ্নঃস্ফুটঙ্কের জন্য কি করতে হয়?
উত্তরঃতাপ দিতে হয়।

প্রশ্নঃঘনীভবনের জন্য কি করতে হয়
উত্তরঃতাপ সরিয়ে নিতে হয়।

প্রশ্নঃস্ফুটনাঙ্ক কাকে বলে?
উত্তরঃতাপ প্রদানের ফলে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটনাঙ্ক বলে।

প্রশ্নঃগলনাঙ্ক কাকে বলে?
উত্তরঃ1 বায়ুমন্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত করা হয় তাকে গলনাঙ্ক বলে।

প্রশ্নঃতাপ প্রদানের ফলে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃস্ফুটনাঙ্ক।

প্রশ্নঃ1 বায়ুমন্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত করা হয় তাকে কি বলে?
উত্তরঃগলনাঙ্ক।

ধন্যবাদ।

Related Posts

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.