নবম-দশম শ্রেণীর পড়াশোনা সংক্ষিপ্ত প্রশ্ন।(রসায়ন)(অধ্যায় ১)

আসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা?আশা করি সকলে ভালো আছেন।আবারও পড়াশোনা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি।আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো।চলুন শুরু করা যাক।

বিষয়ঃরসায়ন
অধ্যায়ঃ১ম-রসায়নের ধারণা

প্রশ্নঃঅ্যাটম অর্থ কি?
উত্তরঃঅবিভাজ্য

প্রশ্নঃchemistry শব্দের উৎস কোথা থেকে?
উত্তরঃchemi

প্রশ্নঃরসায়ন কাকে বলে?
উত্তরঃবিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন,পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে।

প্রশ্নঃখ্রীস্টপূর্ব কত অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হয়?
উত্তরঃ৩৫০০

প্রশ্নঃকে সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন?
উত্তরঃআলকেমিস্ট জাবির-ইবনে-হাইয়ান

প্রশ্নঃকাকে রসায়নের জনক বলা হয়?
উত্তরঃআলকেমিস্ট জাবির-ইবনে-হাইয়ান

প্রশ্নঃউদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ অংশে কি তৈরি করে?
উত্তরঃগ্লুকোজ

প্রশ্নঃখাদ্যকে দীর্ঘ দিন সংরক্ষণ করতে কি ব্যবহার করা হয়?
উত্তরঃপ্রিজারভেটিভস

প্রশ্নঃবিজ্ঞানের লক্ষ্য কি?
উত্তরঃমানব জাতির কল্যাণ সাধন করা

প্রশ্নঃযারা গবেষণা করেন তাদের কি বলা হয়?
উত্তরঃবিজ্ঞানী

প্রশ্নঃরসায়নের অনুসন্ধান বা গবেষণার ধাপ কয়টি?
উত্তরঃ৬টি

প্রশ্নঃপরীক্ষাগার বা গবেষণাগার কাকে বলে?
উত্তরঃযেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা ও গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলে।

প্রশ্নঃজমিকে উর্বর করার জন্য কি তৈরী করা হয়?
উত্তরঃসার

প্রশ্নঃবিকারে দ্রবীভূত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি 0 গ্রাম হয়,তাহলে দ্রবণের তাপমাত্রা কত হবে?
উত্তরঃ25°C

প্রশ্নঃবিকারে দ্রবীভূত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি 5 গ্রাম হয়,তাহলে দ্রবণের তাপমাত্রা কত হবে?
উত্তরঃ20°C

প্রশ্নঃবিকারে দ্রবীভূত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি 10 গ্রাম হয়,তাহলে দ্রবণের তাপমাত্রা কত হবে?
উত্তরঃ15°C

প্রশ্নঃবিকারে দ্রবীভূত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি 15 গ্রাম হয়,তাহলে দ্রবণের তাপমাত্রা কত হবে?
উত্তরঃ10°C

প্রশ্নঃহাতকে সুরক্ষা দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃহ্যান্ড গ্লাভস।

প্রশ্নঃঅ্যালকোহল ইথার কি পদার্থ?
উত্তরঃদাহ্য পদার্থ

প্রশ্নঃকপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়?
উত্তরঃটিন

প্রশ্নঃপ্রাকিতিক গ্যাস এর মূল উপাদান কি?
উত্তরঃহাইড্রোকার্বন

প্রশ্নঃকেরোসিন মূল উপাদান কি?
উত্তরঃহাইড্রোকার্বন

প্রশ্নঃমোমের মূল উপাদান কি?
উত্তরঃহাইড্রোকার্বন

প্রশ্নঃযেখানে পদার্থ আছে সেখানে কি আছে?
উত্তরঃরসায়ন।

প্রশ্নঃটিএনটি কি ধরনের পদার্থ?
উত্তরঃবিস্ফোরণ পদার্থ

প্রশ্নঃজৈব পার-অঅক্সাইড কি ধরনের পদার্থ?
উত্তরঃবিস্ফোরণ পদার্থ

প্রশ্নঃনাইট্রোগ্লিসারিন কি ধরনের পদার্থ?
উত্তরঃবিস্ফোরণ পদার্থ

প্রশ্নঃসিমেন্ট ডাস্ট কি ধরনের পদার্থ?
উত্তরঃউত্তেজক পদার্থ

প্রশ্নঃলঘু এসিড কি ধরনের পদার্থ?
উত্তরঃউত্তেজক পদার্থ

প্রশ্নঃক্ষার কি ধরনের পদার্থ?
উত্তরঃউত্তেজক পদার্থ

প্রশ্নঃনাইট্রাস অক্সাইড কি ধরনের পদার্থ?
উত্তরঃউত্তেজক পদার্থ

প্রশ্নঃইউরেনিয়াম কি ধরনের পদার্থ?
উত্তরঃতেজস্ক্রিয় পদার্থ

প্রশ্নঃরেডিয়াম কি ধরনের পদার্থ?উত্তরঃতেজস্ক্রিয় পদার্থ।

ধন্যবাদ।

 

 

Related Posts

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.